শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলাধানের ভালো ফলন হলেও দাম নিয়ে নেই হাসিভাব

ধানের ভালো ফলন হলেও দাম নিয়ে নেই হাসিভাব

সাহারুল হক সাচ্চু: এখন মাঠের ইরি-বোরো ধান দ্রুতই পাকছে। চলমান রোদ-তাপ (তাপদাহ) ধান পাকা এগিয়ে আনছে। পাকা ধান মাঠে রেখে কৃষকেরা ঘরে বসে থাকছে না। অসহনিয় রোদ-তাপ তাদেরকে ধান কাটায় আটকে রাখতে পারছে না। গ্রামে কৃষকদের ঘরে নতুন ধান উঠছে। ধানের ফলনও বেশ ভাল হারে মিলছে। নতুন শুকনো এক মন ধানের দাম এখন সাড়ে ছয়’শ থেকে সাত’শ টাকা। কৃষকদের মুখে এ দাম নিয়ে হাসিভাব নেই। সিরাজগঞ্জের উল্লাপাড়া অঞ্চলের এমন চিত্র কম বেশি সব গ্রামেরই। এদিকে সরকারী ভাবে ধান ও চাল সগ্রহে নেওয়া হচ্ছে প্রস্তুতি। উল্লাপাড়ার বিভিন্ন মাঠে ব্রি-২৮, ব্রি-২৯, ব্রি- ৫২, শুভলতাসহ নানা জাতের ধান চাষ করেছেন কৃষকেরা। এর মধ্যে আগাম করে আবাদ করা ধান আগে পাকছে। কৃষকেরা সে ধান কাটছে। নেক ব্লাষ্ট কিংবা ছত্রাক জনিত রোগে ক্ষতি হয়নি এমন জমিগুলো থেকে ধানের ফলন বেশ ভালো হারেই মিলছে বলে জানা যায়। অনেক কৃষক ধান কাটা মজুরদের মজুরীর দাম মেটানোসহ টুকিটাকি খরচে ধান গোলায় না তুলে উঠোন আঙ্গিনা থেকেই বিক্রি করে দিচ্ছেন। একেবারে শুকনো প্রতি মণ ধান এখন সর্বোচ্চ ৭শ টাকায় কেনা বেচা হচ্ছে বলে খোজ নিয়ে জানা যায়। এও জানা যায় একজন ধান কাটার মজুরের দাম এখন সাড়ে চার’শ থেকে পাচ’শ টাকা হয়েছে। গ্রামের ক্ষুদ্র শ্রেণীর কৃষকদের মাঝে ধানের এখনকার দাম নিয়ে তেমন মাথা ব্যাথা নেই। তাদের অনেকেরই কথায় নিজের জমি পতিত না রেখে আবাদ করেছেন। বছরের খাবারের ধান জোটে। কিনতে হয় না। আবার বেচলে পরে কিনতে হবে এ কারণে তারা ধান বিক্রী করেন না। গ্রামের বড় ধরনের কৃষকদের মুখে ধানের এ দাম নিয়ে হাসিভাব নেই। তারা বলছেন এ ধান আবাদে খরচ পড়ছে বেশি। সে তুলনায় দাম কম। নাগরৌহা গ্রামের কৃষক আব্দুল করিম বলেন, তিনি প্রায় ২২ বিঘা জমিতে ইরি-বোরো ধান চাষ করেছেন। প্রায় সব জমিই তিনি লিজ,বর্গা রেখে আবাদ করেছেন। আগাম করে বেশি জমিতে শুভলতা ধানে চাষ করেছেন। তার ধান কাটা প্রায় শেষের দিকে এবং ফলনও ভাল হারে মিলছে বলে জানান। তিনি হিসেব করে দেখেছেন বর্তমান দামে ধানের আবাদে তার লোকসান হবে। এদিকে উল্লাপাড়ায় সরকারীভাবে ধান ও চাউলের সংগ্রহের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা যায়। খাদ্য নিয়ন্ত্রক অফিস সুত্রে, এবারে এক হাজার ২৭ মেট্রিক টন ধান ও চাউল ৩ হাজার ৮শ ৮৩ মেট্রিক টন চাউল সংগ্রহ করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments