শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলানীলফামারীতে শিশুর প্রান গেলেও বৈদ্যুতিক পিলারটি এখনও সোজা হয়নি !

নীলফামারীতে শিশুর প্রান গেলেও বৈদ্যুতিক পিলারটি এখনও সোজা হয়নি !

মহিনুল ইসলাম সুজন: নীলফামারী সদরের ১১ হাজার কেভি লাইনের একটি বৈদ্যুতিক পিলার দ্বি-তলা একটি বাড়ীতে হেলে পড়ে বিদ্যুৎস্পৃষ্টে এক শিশুর প্রান যাওয়ার ৬ দিন পার হলেও সেই পিলারটি আজ বুধবার(১৫ই মে)পর্যন্ত এখনো সোজা করা হয়নি! এ নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। জানা যায়, ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে নীলফামারী শহরের মুন্সিপাড়া আরডিআরএস অফিস সংলগ্ন নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো)এর ১১ হাজার কেভি লাইনের একটি পিলার সাপ্তাহিক নীলসমাচার পত্রিকার সম্পাদক আলহাজ¦ মুহাম্মদ আবদুল্লাহ্ধসঢ়;র দ্বিতল ভবনে হেলে পড়ে। পিলারটি হেলে পড়ায় বৈদ্যুতিক তার গুলো ভবনটির ছাদের খুব কাছাকাছি ও দেয়াল লেগে যায়।এদিকে এমন অবস্থায় গত ৮মে সাংবাদিক আবদুল্লাহ্ধসঢ়;র বাড়ীতে আট বছরের ছেলেকে নিয়ে বেড়াতে আসে তার বড় শালিকা নুরবানু। ওই দিন বিকেলে সকলের অজান্তে মায়ের সাথে আসা আট বছরের আরমান হোসেন বাবু বাড়ীর ছাদে উঠে হেলে পড়া সেই বিদ্যুতের তার স্পর্শ করলে ছাদে ছিঁটকে পড়ে। বাড়ীর লোকজন তাকে উদ্ধার করে নীলফামারী আধুনিক হাসপাতালে ভর্তি করার কিছুক্ষণ পড়ে সে মারা যায়।নিহত আরমান হোসেন বাবু শহরের বড় মসজিদ এলাকার অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা আবু হোসেনের পুত্র ও স্থানীয় একটি হাফিজিয়া মাদরাসার ছাত্র। সাংবাদিক আবদুল্লাহ জানান, দুর্ঘটনার পরপরেই বিষয়টি স্থানীয় বিদ্যুৎ বিভাগকে অবগত করা হয়। কিন্তু আজ ৬ দিন অতিবাহিত হলেও এখন পিলারটি সোজা করা হয়নি। এমনকি বিদ্যুৎ অফিসের কেউ এই ঘটনায় সমবেদনা জানাতেও আমার বাড়ীতে আসেনি। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ করে জানান, পিলারটি হেলে পড়ায় বর্তমানে এটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সড়কের পাশেই হওয়ায় যে কোন মূর্হুতে বড় কোন দুর্ঘটনার ঘটতে পারে।অথচ বিদ্যুৎ অফিসের লোকেদের সহ সংশ্লিষ্টদের কোনোই মাথা ব্যথা নোই!এ ধরনের একটি বিপদজনক ঘটনায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের কথা থাকলেও ৬দিন অতিবাহিত হলেও বিদ্যুৎ বিভাগের কোনো তৎপরতাই তাদের চোখে পড়েনি। এ ব্যাপারে নীলফামারী বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী নওশাদ আলী বলেন, গত রবিবার রাতের ঝড়ে ক্ষতিগ্রস্থ বিভিন্ন এলাকার বিদ্যুতের লাইন মেরামত করার কারণে পিলারটি সোজা করতে বিলম্ব হচ্ছে। আগামি দু’একদিনের মধ্যে পিলারটি ঠিক করা হবে!

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments