শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাফুলবাড়ীতে উন্মুক্ত লটারির মাধ্যমে ধান সংগ্রহে কৃষকের নাম বাছাই

ফুলবাড়ীতে উন্মুক্ত লটারির মাধ্যমে ধান সংগ্রহে কৃষকের নাম বাছাই

অমর চাঁদ গুপ্ত অপু: দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল মঙ্গলবার বোরো ধান সংগ্রহের আওতায় প্রকৃত আগ্রহী কৃষকদের নামের তালিকা উন্মুক্ত লটারির মাধ্যমে নির্বাচন করলেন প্রশাসন। উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষকদের নাম তুলে ধান সংগ্রহের কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী। উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের যৌথ উদ্যোগে সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী। এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামীম আশরাফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. নীরু সামসুন নাহার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছা. রুম্মান আক্তার, ইউপি চেয়ারম্যান মানিক রতন, আলহাজ্ব মওলানা নবিউল ইসলাম, আব্দুল আজিজ মন্ডল মাষ্টার, মোজাফ্ধসঢ়;ফর হোসেন সরকার, পৌর প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরী, উপজেলা খাদ্য কর্মকর্তা মো. গোলাম মওলা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভূঁইয়া, সমবায় কর্মকর্তা হাফিজুর ইসলাম প্রমুখ। উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামীম আশরাফ ও খাদ্য নিয়ন্ত্রক গোলাম মওলা বলেন, উপজেলায় মোট কৃষকের সংখ্যা ৩২হাজার ৫৫৫জন। পৌরসভাসহ উপজেলার ৭টি ইউনিয়নে প্রকৃত কৃষকদের নামের তালিকা থেকে প্রথম পর্যায়ে ৪১২জন কৃষকের নাম উন্মুক্ত লটারির মাধ্যমে বাছাই করা হয়েছে। এর মধ্যে ২ধাপে মোট ৮৩০জন প্রকৃত আগ্রহী কৃষকের কাছ থেকে ৪০কেজির ১০হাজার ৮২৫টি বস্তার মোট ৪৪৩ মে.টন ধান সংগ্রহ করা হবে। প্রতি কৃষকের কাছ থেকে ৫২০বস্তার মোট ১৩মণ ধান সংগ্রহ করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments