শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাকৃষকের ধান কাটলেন রংপুরের পুলিশ কমিশনার

কৃষকের ধান কাটলেন রংপুরের পুলিশ কমিশনার

জয়নাল আবেদীন: শ্রমিক সংকট আর ক্ষতি পুসিয়ে নিতে অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। শনিবার দুপুরে নগরীর খটখটিয়া এলাকার কৃষক আব্দুল মজিদের জমির ধান কাট ও মাড়াই করে এর কার্যক্রম শুরু করেন তিনি। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল আলীম মাহমুদ বিপিএম এর নেতৃত্বে প্রায় অর্ধশত পুলিশ সদস্য একসাথে এগারো শতাংশ জমির ধান কাটেন এবং তা মাড়াই করে দেন। এসময পুলিশ কমিশনার আবদুল আলীম বলেন, বাংলাদেশের পুলিশ ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময দেশের জন্য কাজ করেছে। দেশের মানুষের পাশে ছিল, এখনো আছে। তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নযনের জন্য মানুষের আয বেডেেছ। দেশে এখন অভাব নেই। এজন্য শ্রমিক সংকটে দেখা দিয়েছে। জমিতে কৃষকের পাকা ধান যেন নষ্ট না হয সেজন্য পুলিশ নিজ তাডনা থেকে ধান কাটা কর্মসূচি শুরু করেছে। বোরো ধান কাটা শেষ না হওযা পর্যন্ত মেট্রোপলিটন পুলিশের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান। পুলিশকে ধন্যবাদ জানিয়ে কৃষক আব্দুল মজিদ বলেন, অসহায কৃষকের পাশে সকলের দাঁড়ানো উচিত। কৃষক না বাঁচলে খাদ্য উৎপাদনে পিছিয়ে পড়বে দেশ। ধান কাটা ও মাড়াই কার্যক্রমে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার আবু সুফিযান, উপ পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মহিদুল ইসলাম, উপ পুলিশ কমিশনার (অপরাধ) কাজী মুত্তাকী ইবনু মিনান, সহকারী পুলিশ কমিশনার (হেডকোযার্টার) আব্দুল্লা আল ফারুকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments