শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলারামকৃষ্ণপুর ইউনিয়নে হত দরিদ্রদের চাল বিতরন

রামকৃষ্ণপুর ইউনিয়নে হত দরিদ্রদের চাল বিতরন

সাহেদ আলী: গরীব ও দুস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরনের সময় প্রচন্ড গরম উপেক্ষা করে রামকৃষ্ঞপুর ইউনিয়নের সফল চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো নিজেই চাল গ্রহীতা নারী- পুরুষদের সারিবদ্ধ লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে চাল নিতে সহযোগীতা করছেন।ওজনে যেন কোন কারচুপি না হয় সে জন্য ট্যাগ অফিসারকে সঙ্গে নিয়ে বিতরনে সরাসরি অংশ গ্রহন করছেন। বৃহ:বার দুপুরে উক্ত ইউনিয়ন পরিষদে সরেজমিনে গিয়ে এমন দৃশ্য দেখে আলাপকালে চেয়ারম্যান জানান, গরীব দুস্থদের এ চাল বিতরনে প্রশাসনিক ভাবে ২ জন পুলিশ সদস্য যথাযথ দায়িত্বে থাকার পরেও আমি সেবা দিয়ে যাচ্ছি। আমি নিজে মাইকিং করেছি ইউনিয়ন পরিষদ এলাকায় কেউ চাল বেচাকেনা করতে পারবেন না, যার যার স্লিপ হাতে নিয়ে লাইনে দাঁড়াবেন, কেউ একাধিক স্লিপ নিয়ে আসবেন না, স্লিপ আছে চাল পায় নাই এমন অভিযোগ থাকলে সরাসরি আমার সাথে দেখা করবেন।আলাপ কালে তিনি আরও জানান, বিভিন্ন জায়গায় চাল বিতরনে অনিয়মের অভিযোগ সাংবাদিকরা পেপারে লিখছে।দুস্থদের চাল যেন সুস্থদের পেটে না যায়,গরীবের হক রিলিফে যেন কোন দুর্নীতি না হয় সে দিকে আমি কড়া নজর রাখছি। পবিত্র রমজান, ঈদুল ফিতর উপলক্ষে আমার ইউনিয়নে ২ হাজার কার্ড বরাদ্দ পাই। তাই প্রতিটি কার্ডধারীকে ১৫ কেজি করে চাল বিতরন করছি। কালিকাপুর গ্রামের চাল গ্রহিতা এক বৃদ্ধ জানান, চেয়ারম্যান গরিবের হক মারে না, রোদের মধ্যে ঘুরে ঘুরে আমাদের লাইন সোজা করে দিচ্ছে,একেই বলে জন প্রতিনিধি।চাল বিতরনে দায়িত্ব প্রাপ্ত ট্যাগ অফিসার মুসলিম উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোকতার হোসেন, সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, ইউনিয়ের প্রতিটি ওয়ার্ডের মেম্বর,মহিলা মেম্বর,গণ্যমান্য ব্যক্তিবর্গ,সাংবাদিক সহ অনেকেই উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments