শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাকেন্দুয়ায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে নারী ও শিশুসহ আহত অর্ধশত

কেন্দুয়ায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে নারী ও শিশুসহ আহত অর্ধশত

হুমায়ুন কবির: নেত্রকোনার কেন্দুয়ায় রোববার দুপুরে শিশুর পাট ক্ষেতের বেড়া ভাঙ্গার অভিযোগে একই গ্রামের দুই পাড়ার বাসিন্দাদের মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে নারী শিশুসহ উভয় পক্ষের অর্ধশতর মতো লোক আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেন। এসময় ৪ জনকে আটক করেছেন বলে কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান জানান। স্থানীয়রা জানায়, রোববার (২ জুন) দুপুরে উপজেলার মোজাফরপুর ইউনিয়নের মোজাফরপুর গ্রামের ভিটেবাড়ী পাড়ার কাজল মিয়ার পুত্র জিয়া (৭) হাওর থেকে মাছ ধরে বাড়ি আসার সময় পাট ক্ষেতের ভেড়া ভাঙ্গার অভিযোগ করে প¦ার্শবর্তী আমলী বাড়ি পাড়ার আবু সালেকের লোকেরা মারধর করে। এ খবর ছড়িয়ে পরলে ভিটেবাড়ী পাড়ার লোকেরা প্রতিবাদ করেন। এই নিয়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আশিক মিয়া, খোকন মিয়া, রাসেল মিয়া, আ: রউফ জানান তুচ্ছ বিষয় নিয়ে প্রায় ২ঘন্টা সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের ৪০/৫০ জন আহত হয়েছে। উপজেলা হাসপাতাল সূত্রে জানা গেছে মারাত্মক আহত রোকন(১), রোকেল, কাইয়ুম, রোকন(২), সাকিল, এমরান, সুরুজ মিয়া, গণি মিয়া, সুলতান মিয়া, আ: রাশিদ, ইসলাম উদ্দিন এবং মোকাররম মিয়াকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে । শিশু জিয়া ও ইয়াসমিন আক্তারসহ ২৫ জন প্রাথমিক চিকিৎসা নেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments