বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলানদীতে ইলিশ সংকট, ঈদ আনন্দ ম্লান রায়পুরের জেলেদের

নদীতে ইলিশ সংকট, ঈদ আনন্দ ম্লান রায়পুরের জেলেদের

তাবারক হোসেন আজাদ: সারাদিন নদীতে জাল বেয়েও কাঙ্খিত পরিমাণ ইলিশ পাচ্ছেন না লক্ষ্মীপুরের রায়পুরে জেলেরা। প্রায় ৭ হাজার জেলে পরিবার-পরিজন নিয়ে চরম নিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন তারা। এতে ঈদ আনন্দ ম্লান হয়ে গেছে তাদের। প্রতিদিন জাল, নৌকা ও ট্রলারসহ মাছ ধরার সরঞ্জাম নিয়ে নদীতে নামলেও তাদের ফিরে আসতে হচ্ছে খালি হাতে। কারণ যেটুকু মাছ পাচ্ছেন তা দিয়ে খরচ ওঠে না তাদের। এতে অনেকের মাছ ধরার আগ্রহও কমে গেছে। কেউ কেউ আবার ঋণের বোঝা নিয়ে কষ্টে দিন কাটাচ্ছেন। রায়পুর উপকূলের মেঘনা তীরবর্তী আলতাফ মাস্টার ঘাট, সুইজগেইট সংলগ্ন ঘাটসহ বিভিন্ন মৎস্যঘাট ঘুরে এসব তথ্য পাওয়া যায়। জানা যায়, ইলিশের অভয়াশ্রম রক্ষায় মার্চ-এপ্রিল দুই মাস ইলিশ শিকার বন্ধ থাকার পর মে মাসের শুরুতেই নদীতে ইলিশ শিকারে নেমেছিলেন রায়পুর উপজেলার ৪টি ইউনিয়নের প্রায় ৭ হাজার জেলে (ইলিশ জেলে সাড়ে ৬ হাজার)। এরপর থেকে প্রায় দেড়মাস পার হয়ে গেলেও ইলিশের দেখা মিলছে না জেলেদের জালে। এতে হতাশ হয়ে পড়েছেন জেলেরা। এদিকে, নদীতে ইলিশ সংকট থাকায় মাছের আড়ৎগুলো জমে ওঠেনি। সামান্য কিছু মাছের কেনা-বেচা হলেও তাতে সন্তুষ্ট নন আড়ৎদাররা। উপজেলার কুচিয়ামারা, চরলক্ষ্মী ও চরকাচিয়া এলাকার জেলে মোস্তফা, মোশারফ, খালেকসহ একাধিক জেলে বলেন, নদীতে জাল বেয়ে তেলের খরচ উঠছে না। আগে এমন সময় নদীতে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়তো। দুই মাস নদীতে মাছ শিকার বন্ধ থাকায় মনে করেছি অনেক ইলিশ ধরা পড়বে কিন্তু নদীতে ইলিশ নেই। ভরা মৌসুমে ইলিশ না থাকায় পরিবার নিয়ে কষ্টে রয়েছি। আলতাফ মাস্টার ঘাটের আড়ৎদার মোঃ সুমন হাওলাদার জানান, নদীতে ইলিশ নেই, তাই জেলেরাও কষ্টে আছে, আমরাও লোকসানের মুখে রয়েছি। সামনে ঈদ সবার আশা ছিলো অন্তত ঈলিশ বিক্রির টাকায় পরিবার-পরিজন নিয়ে ভালোভাবে ঈদ করবেন কিন্তু মাছ সংকটের কারণে সবারমুখ মলিন হয়ে গেছে।ইলিশ মাছ ধরতে যাচ্ছেন জেলেরা। জেলা মৎসজীবি সমিতির নেতা মোস্তফা বেপারী বলেন, আগে এ ঘাটে দিনে দৈনিক ৬/৭ লাখ টাকার ইলিশ কেনা-বেচা হতো কিন্তু এখন হচ্ছে মাত্র ৩০/৪০ হাজার টাকার। জেলেরা দাদন নিয়েও পরিবার নিয়ে ভালো নেই। এ ব্যাপারে রায়পুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, সাগরে ৬৫ দিন ইলিশ ধরা বন্ধ। এ মুহুর্তে নদীতে ইলিশের সংকট রয়েছে, তবে আগামী কয়েক দিনের মধ্যে ইলিশ ধরা পড়লে জেলেদের দুর্দিন কেটে যাবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments