বুধবার, মে ৮, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় ৮২ কোটি টাকার রেলওয়ে ওভারপাস এর ভিত্তিপ্রস্তর ১৪ জুন

উল্লাপাড়ায় ৮২ কোটি টাকার রেলওয়ে ওভারপাস এর ভিত্তিপ্রস্তর ১৪ জুন

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১৪ জুন শুক্রবার রেলওয়ে ওভারপাস এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। সিরাজগঞ্জ-৪(উল্লাপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হয়ে সকাল ১০ টায় এর নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে স্থানীয় এইচ টি ইমাম ডিগ্রী কলেজ চত্ত্বরে আলোচনা সভায় বক্তব্য রাখবেন। বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়া আর.এস বাসষ্ট্যান্ডের কাছাকাছি রেলপথের উপর মুল এ ওভারপাস নির্মান করা হবে। জানা গেছে, ওভারপাসটি দৈর্ঘ্য হবে ২শ ৬৬ দশমিক ৫৭ মিটার। মুল ওভারপাসের উভয় পাশে ৪ দশমিক ৫২ কিলোমিটার এ্যাপ্রোস সড়ক পথ নির্মান হবে। এছাড়া ওভারপাস ঘিরে আলাদা সড়ক পথও থাকছে। এর পিছনে মোট ৮১ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ে হবে বলে জানা যায়। মেসার্স ময়েন উদ্দিন (বাঁশি) লিমিটেড নামের ঠিকাদারী প্রতিষ্ঠান এর নির্মান কাজ করবে। গত বছরের ২০১৮ সালের ৮ মে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) বৈঠকে এ প্রকল্পটি অনুমোদন হয়। উল্লাপাড়াবাসীর দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে স্থানীয় জাতীয় সংসদ সদস্য তানভীর ইমামের একান্ত চেষ্টায় প্রকল্পটি এখন বাস্তবায়ন হচ্ছে। উল্লাপাড়ার রেলপথ হয়ে প্রতিদিন বিভিন্ন গন্তব্যে প্রায় ৩০টি ট্রেন চলাচল করে থাকে বলে জানা যায়। এ ওভারপাস নির্মান কাজ বাস্তবায়ন ও চালু হলে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে উল্লাপাড়া আর.এস এলাকায় সব ধরনের যানবাহনের নির্বিঘ্নে ও বিরতিহীন চলাচল নিশ্চিত হবে। এছাড়া সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের পাশাপাশি ব্যবসা বানিজ্য ও আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে। সিরাজগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম প্রাং জানান, সিরাজগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তর থেকে এ প্রকল্পের নির্মান কাজ বাস্তবায়ন করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments