মো: রবিউল ইসলাম: আগামী (১৬-১৮ জুন) ৩ দিন ব্যাপি বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, উদ্বোধনী অনুষ্ঠান লক্ষ্মীপুর জেলা প্রশাসনের আয়োজনে রোববার সকালে অনুষ্ঠিত হয়। সকালে জেলা কালেক্টর ভবন প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা শুরু পূর্বে বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সফিউজ্জামান ভৃঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীপুর সরকারী কলেজের অধ্যক্ষ মাঈন উদ্দিন পাঠান, সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রসূন চন্দ্র মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় প্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধ শতাধিক স্টল বসে। সরকারী- বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা,কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।