রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeসাহিত্যকবিতাহৃদয়ের গভীরে স্বপ্ন আমার: হাবিবা খান স্নেহা

হৃদয়ের গভীরে স্বপ্ন আমার: হাবিবা খান স্নেহা

হৃদয়ের গভীরে স্বপ্ন আমার
হাবিবা খান স্নেহা…

কেউ আমায় এমন করে ভালোবাসুক!
যে ভালোবাসা আমাকে মুগ্ধ করে দিবে।
মুছে দিবে হৃদয়ের সমস্ত ক্ষত।
ভুলিয়ে দিবে যত সব অন্ধকার,
আর পুরনো সব যন্ত্রনা,যা
কুড়ে কুড়ে খাচ্ছে আমায়।

কেউ আমায় এমন করে ভালোবাসুক!
যে কিনা আমার হাসির আড়ালে,
দুঃখ টাকে খুঁজে বের করবে।আর বলবে,
আমি তোমার হাসি দেখলেই বুঝতে পারি,
তুমি তোমার কষ্টটা লুকাতে চাইছো।
লুকাচ্ছো কেন? আমি সবি বুঝতে পারি।

কেউ আমায় এমন করে ভালোবাসুক!
যে আমার কাছে কিছুই চাইবে না!
আমার মিষ্টি হাসি টুকু ছাড়া।আর বলবে?
আমি তোমার এ হাসির মায়া জালে
আটকে যাই বারে বার।

কেউ আমায় এমন করে ভালোবাসুক!
যে কিনা আমার চাহনিতেই,
মনের কথা বুঝতে পারবে আমার।
নিরস্বার্থ ভাবে ভালোবেসে যাবে।
চাইবে না কোনো প্রতিদান।

কেউ আমায় এমন করে ভালোবাসুক!
যে আমার সমস্ত ভুল শুধরে দিয়ে
মনে জাগাবে নতুন সব স্বপ্ন। যা
নিয়ে আমি বাচতে চাইবো আবারও।

কেউ আমায় এমন করে ভালোবাসুক!
যার ভালোবাসি ভালোবাসি পাগলামি,
পাগল করে দিবে ভালোবাসতে তাকে আমায়।
চাইতো সেই ভালোবাসা,যা
আমার মনের তৃষ্ণা মেটাবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments