বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলামাত্র দশ মিনিটের ঝড়ে লন্ড-ভন্ড হয়ে গেছে পাটিকাঘাট উচ্চ বিদ্যালয়

মাত্র দশ মিনিটের ঝড়ে লন্ড-ভন্ড হয়ে গেছে পাটিকাঘাট উচ্চ বিদ্যালয়

অমর চাঁদ গুপ্ত অপু: মাত্র দশ মিনিটের ঝড়ে লন্ড-ভন্ড হয়ে গেছে দিনাজপুরের ফুলবাড়ীর পার্শ্ববর্তী পাটিকাঘাট সুলতানপুর আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষসহ পরীক্ষাকক্ষ। এতে ক্লাস ও পরীক্ষা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন ওই বিদ্যালয়ের শিক্ষকসহ পাঁচ শতাধিক শিক্ষার্থী। বিদ্যালয়ের সহকারি শিক্ষক সঞ্জিত প্রসাদ জিতু বলেন, গতকাল বুধবার সকাল ৯টা ৫০ মিনিটে আকস্মিকভাবে আকাশ কালো হয়ে ব্যাপক আকারে ঝড় শুরু হয়। প্রবল বেগে ঝড়ের কারণে বিদ্যালয়ে পাঁচটি শ্রেণিকক্ষের টিনের চালা উড়ে বিদ্যালয় মাঠে পড়ে। ঝড়ের বাতাসের কারণে বিদ্যালয়ের প্রায় সবগুলো কক্ষেই ফাটল ধরেছে। তবে ঝড়ের সময় বিদ্যালয়ে কোন ক্লাস কিংবা পরীক্ষা না চলায় শ্রেণি কক্ষগুলোতে শিক্ষার্থীরা ছিল না বলে কোন প্রকার হতাহতের ঘটনা ঘটেনি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতাউর রহমান সরকার বলেন, ঝড়ে যেভাবে বিদ্যালয়ের টিনের চালাগুলো উড়ে যেতে শুরু করেছিল তাতে বিদ্যালয়ে অবস্থানরত শিক্ষক-শিক্ষিকাসহ কর্মচারিরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন। ঝড়ের কারণে বিদ্যালয়ের সবগুলো শ্রেণিকক্ষই বিধস্ত হওয়ায় ক্লাস ও পরীক্ষা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তারা। তবে ঝড়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারি অনুদান ও সহায়তা ছাড়া কোনভাবেই বিদ্যালয়ের শ্রেণিকক্ষগুলোকে দাঁড় করানো সম্ভব না। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments