শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাপ্রথম দিন ক্লাস করা হলো না নয়নের ঘাতক ট্রাক কেড়ে নিল প্রাণ

প্রথম দিন ক্লাস করা হলো না নয়নের ঘাতক ট্রাক কেড়ে নিল প্রাণ

অমর চাঁদ গুপ্ত অপু: জীবনের প্রথম কলেজে ক্লাস কববে বলে কলেজে যাওয়ার জন্য গতকাল সোমবার বেলা ১২টায় কামরুজ্জামান নয়ন (১৬) বাড়ি থেকে বের হয়েছিল। কিন্তু কলেজে যাওয়ার আগেই বেলা ১টায় তার প্রাণ কেড়ে নিল অজ্ঞাত এক ট্রাক।
ঘটনাটি ঘটেছে, দিনাজপুরের ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী পৌর শহরের উত্তর
সুজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায়। এ ঘটনায় বিক্ষুদ্ধ শিক্ষার্থীসহ স্থানীয়রা দেড় ঘন্টা সড়ক
অবরোধ করে রাখে।
নিহত কলেজ ছাত্র কামরুজ্জামান নয়ন পার্বতীপুর উপজেলার চেঁচেয়া আনন্দবাজার এলাকার আমিনুল
ইসলামের ছেলে এবং পাটিকাঘাট সুলতানপুর আদর্শ বহুমুখি উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পাস
করে ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের বিএম শাখায় ভর্তি হয়েছিল।
প্রত্যেক্ষদর্শীরা জানান, কামরুজ্জামান নয়ন তার বাইসাইকেল নিয়ে শহীদ স্মৃতি আদর্শ কলেজের
যাওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক পিছন থেকে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার
মৃত্যু ঘটে। ঘটনাটি জানাজানি হলে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীসহ স্থানীয়রা বিক্ষুদ্ধ হয়ে ঘাতক
ট্রাকের চাকলের ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করে রাখেন। এতে ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের উভয়
পার্শ্বে অন্তত শতাধিক ছোটবড় যানবাহন আটকা পড়ে। পরে ইউএনও, থানার ওসিসহ ফায়ার সার্ভিসের
সদস্যরা বিক্ষোভকারি শিক্ষার্থীসহ স্থানীয়দের সাথে দীর্ঘ আলোচনার পর দাবি পূরণের আশ্বাসে
আবরোধকারিরা বেলা আড়াইটায় তাদের অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। পরে পুলিশ সড়কের
পার্শ্বে পড়ে থাকা কলেজ ছাত্র কামরুজ্জামান নয়নের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পাটিকাঘাট সুলতানপুর আদর্শ বহুমুখি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সঞ্জিত প্রসাদ জিতু বলেন,
কামরুজ্জামান নয়ন এ বছর তাদের স্কুল থেকে এসএসসি পাস করে শহীদ স্মৃতি আদর্শ কলেজের বিএম শাখায়
একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছিল। গতকাল সোমবার ছিল একাদশ শ্রেণির প্রথম ক্লাস শুরুর দিন। তাই সে
বাড়ি থেকে বের হয়ে জীবনের প্রথম কলেজের ক্লাসে যোগ দিতে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ
হারিয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, স্থানীয় বিক্ষুদ্ধদের সড়কে গতি প্রতিরোধ নির্মাণসহ ঘাতক
ট্রাকের চালককে গ্রেফতারের দাবিগুলো পূরণের আশ্বাসের প্রেক্ষিতে সড়ক অবরোধ তুলে নেয়া হয়েছে। ট্রাকের
সন্ধানসহ চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।
ইউএনও মো. আব্দুস সালাম চৌধুরী বলেন, দুঃখজনক ঘটনাটি শোনার পরপরই ঘটনাস্থলে গিয়ে বিক্ষুদ্ধ
জনগণকে শান্ত করার চেষ্টা করা হয়। একই সাথে তাদের দাবিগুলো পূরণের জন্য আশ্বাস দেওয়া হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments