শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলারংপুরে পুকুর ভরাট করে মার্কেট নির্মাণের প্রতিবাদে স্মারকলিপি পেশ

রংপুরে পুকুর ভরাট করে মার্কেট নির্মাণের প্রতিবাদে স্মারকলিপি পেশ

জয়নাল আবেদীন: রংপুর নগরীর ঐতিহ্যবাহী মন্থনা পুকুর ভরাট করে রংপুর ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের মার্কেট নির্মাণের প্রতিবাদে দুপুরে জেলা প্রশাসক আসিব আহসানকে স্মারকলিপি পেশ করেছে পুকুর রক্ষা সংগ্রাম কমিটি। স্মারকলিপিতে বলা হয়-রংপুর ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ হাইকোর্টের পুকুর-জলাশয় সংরক্ষণের নির্দেশনা লংঘন করে মন্থনা পুকুর ভরাট করে মার্কেট নির্মান কাজ করছে। রংপুরের ঐতিহ্যবাহী এই পুকুরটি সংরক্ষণ ও সংস্কারের দাবিকে উপেক্ষা করে ফায়ার সার্ভিস পুকুর ভরাট করে মার্কেট নির্মাণের কাজ অব্যাহত রেখেছে। ১ শত ২৫ বছরের পুরাতন ও ঐতিহ্যবাহী পুকুরটি ভরাট হলে অত্র এলাকার পরিবেশ হুমকির মুখে পড়বে। রংপুর নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত পুকুরটি রংপুরের ইতিহাস ও ঐতিহ্যের অংশ। এই পুকুর ভরাট করে মার্কেট নির্মাণের কাজ রংপুরবাসী মেনে নিবে না। স্মারকলিপিতে,ঐতিহ্যবাহী মন্থনা পুকুর ভরাট করে মার্কেট নির্মাণের কার্যক্রম বন্ধে জেলা প্রশাসকের কার্যকর পদক্ষেপ দাবি করা হয়। পুকুর রক্ষা সংগ্রাম কমিটির স্মারকলিপি ও উপস্থিত নেতৃত্বের কাছ থেকে নবাগত জেলা প্রশাসক অবগত হওয়ার পর তাৎক্ষনিক মুঠোফোনে রংপুর ফায়ার সার্ভিস অফিসের উপ-পরিচালককে আপাতত কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। জেলা প্রশাসক জানান ঢাকা থেকে ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশাসন) রংপুরে আসবেন। আসার পর সকলে মিলে আলোচনা করে কি পদক্ষেপ নেওয়া যায় সেটা করা হবে বলে জানান তিনি। স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সিপিবির জেলা সভাপতি শাহাদাৎ হোসেন,রংপুর প্রেসক্লাবের সভাপতি সদরুল আলম দুলু,অ্যাডভোকেট দীপক কুমার সাহা,প্রবীণ সাংবাদিক আব্দুস শাহেদ মন্টু, রাজনীতিবিদ গৌতম রায়,কাজি মাজিরুল ইসলাম লিটন, সুজন মহানগর সভাপতি ফখরুল আনাম বেঞ্জু শাহীন রহমান,আব্দুল কুদ্দুস,পলাশ কান্তি নাগ,দেবদাস ঘোষ দেবু প্রমুখ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments