সোমবার, মে ৬, ২০২৪
Homeসারাবাংলালক্ষ্মীপুরে ২০১টি প্রাথমিক বিদ্যালয় সংস্কার কাজে অনিয়মের অভিযোগ

লক্ষ্মীপুরে ২০১টি প্রাথমিক বিদ্যালয় সংস্কার কাজে অনিয়মের অভিযোগ

তাবারক হোসেন আজাদ: লক্ষ্মীপুরের রায়পুরে ৪০টি ও রামগঞ্জ উপজেলায় ১৬১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংস্কার কাজে (ক্ষুদ্র মেরামত, স্লিপ,রুটিন ম্যান্টেইনেন্স, প্রাক-প্রাথমিক, ওয়াসব্লক)অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে প্রাথমিক শিক্ষা অফিসের বিরুদ্ধে। তবে প্রায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা অভিযোগ করে বলেছেন, বরাদ্দের টাকা ছাড় করতে কর্মকর্তাদের উৎকোচ দেওয়ায় তারা প্রাক্কলন অনুযায়ী কাজ করতে পারেননি। তবে দুই উপজেলারই শিক্ষা কর্মকর্তা ও তাদের অফিস সহকারীরা তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেছেন। রায়পুর প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৮-১৯ অর্থবছরে ‘বিদ্যালয় মেরামত ও সংস্কার কাজের জন্য’ ৪০টি বিদ্যালয় চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৪) আওতায় মেরামত ব্যয় নির্বাহের জন্য প্রতিটিকে দেড় লাখ ও ২ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়। ১ লাখ ৫০ হাজার টাকা করে বরাদ্দ পাওয়া বিদ্যালয়গুলো হলো, চরবামনী, শিবপুর-কাঞ্চনপুর, পূর্ব কাঞ্চনপুর, উত্তর-পূর্ব কেরোয়া, কেরোয়া-সবিলপুর, চরপাঙ্গাসিয়া, কেরোয়া, নাপিতের চর, চরআবাবিল, চরমোহনা সুলতান আহাম্মেদ, সাইচা, মধ্য রায়পুর, চরপাতা-গাছির হাট, দেবীপুর, উত্তর সাইচা সহ ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। মোট বরাদ্দ ২৪ লাখ টাকা। ২ লাখ টাকা করে বরাদ্দ পাওয়া বিদ্যালয়গুলো হলো, পূর্ব উদমারা, চরপক্ষি, হায়দরগঞ্জ টিআরএম, চরআবাবিল, বড়চর, কেওরাডগি, ঝাউডগি, উত্তর চরলক্ষ্মী, চরমহড়া, দক্ষিন চরমোহনা, দেনায়েতপুর, রায়পুর বালিকা, উত্তর পশ্চিম কেরোয়া, লামছড়ি, দক্ষিন সোনাপুর, লুধুয়া, পুর্ব সাগরদী, উত্তর বামনী আল-আমিন, বামনী, পশ্চিম চরমোহনা, কাজীর চর, উত্তর গাইয়ার চর, কেরোয়া মানসুরা সহ ২৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। মোট বরাদ্দ পেয়েছে ৫০ লাখ টাকা। অন্য ১৩টি বিদ্যালয়ের জন্য ৩ লাখ করে বরাদ্দ হয়। তবে তার তালিকা দেয়নি শিক্ষা অফিস। প্রাথমিক কার্যালয় থেকে দেওয়া প্রতিটি বিদ্যালয়ের কাজের প্রাক্কলন ও ব্যয়ের ভাউচার নিয়ে প্রতিটি বিদ্যালয়ে সরেজমিনে যাওয়া হয়। এর মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিযোগ করে বলেন, বরাদ্দ পাওয়া অর্থ নিতে দুই জন সহকারী শিক্ষকের মাধ্যমে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কেএম মোসতাক আহমেদ শিক্ষা কার্যালয়ের অফিস সহকারী মফিজকে ২.৫০% (পাঁচ হাজার টাকা) উৎকোচ দিতে বলেন। এ ছাড়া তাঁদের উপসহকারী প্রকৌশলী ও ট্রেজারি শাখা মিলিয়ে ১০ থেকে ২০ হাজার করে টাকা উৎকোচ দিতে হয়েছে। এ কারণে তাঁরা প্রাক্কলন অনুয়ায়ী কাজ করতে পারেননি। অফিস সহকারী মফিজ সহ অন্যরা তাদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন। তবে চারটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, তাঁদের কাছে উৎকোচ দাবি করা হয়েছিল, কিন্তু তাঁরা দেননি। তাঁদের মধ্যে দুজন প্রধান শিক্ষক বলেন, তাঁরা উৎকোচ না দেওয়ায় তাঁদের বরাদ্দের টাকা দিতে হয়রানি করা হয়েছে। তবে সরেজমিনে ওই ৪০টি বিদ্যালয়ে গিয়ে কোনোটিতেই প্রাক্কলন অনুযায়ী কাজ দেখতে পাওয়া যায়নি। ওই সব বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা ব্যয়ের বিপরীতে যেসব ব্যবসা প্রতিষ্ঠানের ভাউচার শিক্ষা কার্যালয়ে জমা দিয়েছেন, প্রায় সবগুলো ভাউচারই জাল বলে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের মালিকেরা সাংবাদিকদের নিশ্চিত করেছেন। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কেএম মোস্তাক আহমেদ বলেন, তিনি বরাদ্দের টাকা ছাড় করতে কোনো উৎকোচ নেননি। কে নিয়েছে এ ব্যাপারে খোজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিব। উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ বলেন, এ বিষয়ে তিনি কোনো অভিযোগ পাননি। এরপরও বিষয়টি তিনি খতিয়ে দেখবেন। অপরদিকে, রামগঞ্জ উপজেলা শিক্ষা অফিস থেকে জানা যায়, ২০১৮-২০১৯ইং সনের সরকারের রাজস্ব তহবিল ও পিইডি- ৪ এর আওতায় ৫টি প্রকল্পের মাধ্যমে ১৬১টি প্রাথমিক বিদ্যালয়ে পৃথকভাবে বরাদ্দ দেয়া হয় ১কোটি ৭৯ লক্ষ ৪৫ হাজার টাকা। এছাড়াও ২৩টি স্কুলে ২লক্ষ টাকা করে ৪৬ লক্ষ টাকা, ক্ষুদ্র মেরামতের জন্য ৫ স্কুলের জন্য ৭লক্ষ ৫০ হাজার টাকা, রুটিন ম্যান্টেইনেন্স বাবদ ১৬১ স্কুলের জন্য ৪০ হাজার টাকা করে ৬৪ লক্ষ ৪০ হাজার টাকা, ওয়াশব্লকের নামে ২০টি স্কুলের জন্য ৩ লক্ষ ৬০ হাজার টাকা, প্রাক প্রাথমিকের ১০ হাজার টাকা করে ১৬১ স্কুলের জন্য ১৬ লক্ষ ১০ হাজার টাকা করে ৫টি প্রকল্পের জন্য সর্বমোট ১ কোটি ৭৯ লক্ষ টাকা ৪৫ হাজার টাকার বরাদ্ধ দেওয়া হয়। কয়েকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, উপজেলা শিক্ষা অফিসার ও উপজেলা উপ-সহকারী প্রকৌশলী স্কুল ভিজিট করে বরাদ্ধকৃত কাজের তদারকির মাধ্যমে প্রত্যয়নপত্রের নাম করে প্রতিষ্ঠান প্রধানদের কাছ থেকে লাখ টাকা হাতিয়ে নিয়েছেন। বিগত ১৮-১৯ অর্থবছরে বরাদ্ধের ওই অর্থ ৩০ জুনের আগে কাজ শেষ করার কথা থাকলেও উপজেলা শিক্ষাকর্মকর্তা দৌলতর রহমান স্ব-স্ব বিদ্যালয়ের একাউন্টে দেওয়ার নিয়ম থাকলেও তিনি তা না করে সকল টাকা ব্যাংক থেকে উত্তোলন করে নিজ একাউন্টে নিজের দায়িত্বে রেখে দেয়। পরে নিজের ইচ্ছা মাফিক বরাদ্ধ অনুযায়ী ২৩টি স্কুলের প্রধানশিক্ষকদের কাছ থেকে ১০ হাজার টাকা ও উপজেলা সহকারী প্রকৌশলী তৌহির উদ্দিন ১০ হাজার টাকা, এভাবে ক্ষুদ্র মেরামত,স্লিপ,রুটিন ম্যান্টেইনেন্স,প্রাকপ্রাথমিক,ওয়াসব্লকসহ

প্রত্যেকটি প্রকল্প থেকে ১৬১টি স্কুলের কাছ থেকে ভূয়া বিল ভাউচার দুর্বলতার সুযোগে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে নিজের পকেট ভারি করেছেন । রামগঞ্জ উপজেলা উপ-সহকারী প্রকৌশলী তৌহির উদ্দিন জানান, আমি কোন কথা বলবো না। কারন আপনিতো আমার অফিসের কেউ না। রামগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ দৌলতর রহমান জানান, বরাদ্ধকৃত টাকা যাতে ফেরত না যায় সেজন্য জুন মাসে টাকা উত্তোলন করে নিজ ব্যাংক একাউন্টে জমা রাখা হয়েছে। বিদ্যালয়গুলোর শতভাগ কাজ সম্পন্ন করার পরেই বিল পরিশোধ করা হয়েছে। সরকারি টাকা লুটপাটের কোনো সুযোগ নেই। আমার বিরুদ্ধে টাকা আত্বসাতের অভিযোগ সঠিক নয়। রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কারের নামে টাকা লুটপাটের ঘটনা আমার জানা নাই এবং কেউ অভিযোগও করেনি। সত্যতা পেলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments