মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪
Homeসারাবাংলালক্ষ্মীপুর গরু বাজারে আকর্ষণ সিরাজগঞ্জের ‘শান্ত’

লক্ষ্মীপুর গরু বাজারে আকর্ষণ সিরাজগঞ্জের ‘শান্ত’

মো: রবিউল ইসলাম: আর মাত্র ৪ দিন পরেই ঈদুল আযহা। এরই মধ্যে পছন্দের গরু কেনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন ক্রেতারা। অনেকে চষে বেড়াচ্ছেন জেলার গরুর হাট গুলো। তবে সবচেয়ে বড় গরুটি দেখার জন্য ভীড় বাড়ছে লক্ষ্মীপুর পৌর গরু বাজারে। এখানে রয়েছে প্রায় ১৫ মণ ওজনের একটি ষাঁড়। যার নাম ‘শান্ত’। সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর এলাকা থেকে গরুটি আনা হয় বলে জানা গেছে। শান্ত নামের এ গরুটির দাম হাঁকা হচ্ছে সাড়ে ৪ লাখ টাকা। গরুটির বয়স প্রায় আড়াই বছর বলে জানিয়েছেন গরু ব্যবসায়ী মো. জহিরুল ইসলাম ফারুক। তিনি বলছেন, সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর এলাকার বাসিন্দা হাজী মোহাম্মদ বাবু শখের বসে গত দেড় বছর ধরে নিজের বাড়িতে গরুটি লালন পালন করেন। গরুটিকে প্রতিদিন অন্তত ৬শ’ টাকার খাবার খাওয়ানো হয়। খোঁজ নিয়ে জানা গেছে, এবার ওজনে ও দামে জেলায় সবার সেরা শান্ত। কারণ জেলার অন্যসব গরু হাট-বাজারে এত বড় গরু ওঠে নি। তাই প্রতিদিনই লক্ষ্মীপুর পৌর গরু বাজারে শান্তকে ঘিরে ভীড় জমে ক্রেতা ও উৎসুক জনতার।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments