শুক্রবার, মে ৩, ২০২৪
Homeসারাবাংলাসাঁথিয়ার সেলন্দা বাজারে অন্তঃসত্তা পাগলী পুণর্বাসনের দাবি এলাকাবাসীর

সাঁথিয়ার সেলন্দা বাজারে অন্তঃসত্তা পাগলী পুণর্বাসনের দাবি এলাকাবাসীর

আব্দুদ দাইন: পাবনার সাঁথিয়ায় এক অন্তঃসত্তা পাগলীর পুণর্বাসনের দাবী জানিয়েছেন এলাকাবাসী। জানা গেছে, কোরবানী ঈদের ৩/৪দিন আগে সাঁথিয়ার নাগডেমরা ইউনিয়নের সেলন্দা বাজারে এক পাগলী এসে বাজারেই অবস্থান করতে থাকে। তার শারীরিক অবস্থা লক্ষ্য করে এলাকাবাসীর ধারনা জন্মে সে অন্তঃসত্তা। কয়েকজন সহৃদয় ব্যক্তি পাগলীটাকে শাহজাদপুরে একজন চিকিৎসকের কাছে নিয়ে যান । চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে পাগলী ৬/৭মাসের অন্তঃসত্তা বলে মতামত দেন। সেলন্দা বাজারের চা বিক্রেতা লাবু সর্ব প্রথম বিষয়টি সাংবাদিকদের নজরে নিয়ে আসেন এবং ছবি প্রকাশের অনুরোধ জানান, যাতে বিষয়টি পাগলীর স্বজনদের নজরে আসে। পাগলীর বয়স আনুমানিক ১৮/১৯বছর । সে নিজের নাম বা পরিচয় কিছুই বলতে পারেনা। বিড়বিড় করে যা বলে কিছুই বোঝা যায়না। সন্তান প্রসবকালে তার দুর্ঘটনার আশংকা করে এলাকাবাসী আগে থেকেই তাকে উপযুক্ত স্থানে পুণর্বাসনের দাবী জানিয়েছেন। এ ব্যাপারে ইউএনও সাঁথিয়া আব্দুল হালিম জানান, প্রসবকালে তাকে প্রয়োজনীয় মেডিক্যাল সাপোর্ট দেয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষকে অবগত করানো হয়েছে । সাঁথিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা আয়ুব আলী খান জানান, সংলিষ্ট উর্ধবতন কর্মকর্তার সাথে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments