শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলারংপুর-৩ আসনের উপ-নির্বাচন পেছানো না হলে মহানগরে ৯৬২টি পূজা মন্ডপে দূর্গা পূজা...

রংপুর-৩ আসনের উপ-নির্বাচন পেছানো না হলে মহানগরে ৯৬২টি পূজা মন্ডপে দূর্গা পূজা বর্জনের ঘোষনা

জয়নাল আবেদীন: রংপুর-৩ আসনের উপ-নির্বাচন পিছানো না হলে রংপুর জেলা ও মহানগরে ৯শ৬২ টি পূজা মন্ডপে আসন্ন দূর্গা পূজা বর্জনের ঘোষনা দিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ । সেই সাথে অনশন,অবস্থান ধর্মঘট, নির্বাচন বর্জনসহ রংপুর অচল করে দেওয়ার হুমকি দেন তারা। মঙ্গলবার বিকেলে রংপুর প্রেসক্লাবে সংবাদ সন্মেলন করে তারা এই ঘোষনা দেন। সংবাদ সন্মেলনে বলা হয়, আগামী ৫ অক্টোবর রংপুর-৩ সদর আসনের উপ-নির্বাচন অনুষ্টিত হবে। সে দিন সনাতন সম্প্রদায়ের মহা সপ্তমী পূজা অনুষ্টিত হবে। ওই দিন নির্বাচন অনুষ্টিত হলে সীমাহীন সমস্যার মুখে পড়বে সনাতন সম্প্রদায়ের মানুষ। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশংকাও রয়েছে। নির্বচনী কাজে পরিবারের কর্তা ব্যক্তিরা ব্যস্ত থাকায় পরিবারের অন্যান্ন সদস্যরা পূজার আনন্দ থেকে বঞ্চিত হবে। বির্নাচন কমিশনের হটকারী সিদ্ধান্ত নেওয়ার কারণে সরকারকে প্রশ্ন বিদ্ধ করার চক্রান্ত চলছে। রংপুর জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সাংবাদিক সন্মেলনে অভিযোগ করেন, রংপুর-৩ আসনের উপ- নির্বাচন পিছানোর জন্য গত কয়েকদিন ধরে তারা জেলার বিভিন্ন এলাকায় মানববন্ধন, সভাসমাবেশ, বিক্ষোভসহ জেলা নির্বাচন কমিশন ও জেলা প্রশাসককে স্মারকলিপিসহ বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে। তাদের আন্দোলনের পরও নির্বাচন কমিশন ও সরকারের পক্ষ থেকে কোন আশ্বাস না পাওয়ায় তারা রংপুর জেলা ও মহানগরের ৯ শত ৬২ মন্ডপে দূর্গা পূজা বর্জনের সিদ্ধান্ত নিয়েছে। সংবাদ সন্মেলনে বলা হয় ধর্ম যার যার রাষ্ট্র সবার। এতে রাষ্ট্রের সকল ধর্ম ও বর্ণের মানুষের নৈতিক অধিকার আছে। সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন বাংলদেশ পূজা উদযাপন পরিষদ রংপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি অজয় প্রসাদ বাবন, সাধারণ সম্পাদক ধীমান ভট্টাচার্য সদস্য দেবদাস ঘোষ, সুব্রত সরকার, প্রশান্ত কুমার রায়, বিভুতি কুমার রায়, সংগঠনটির উপদেষ্টা ভবতোষ সরকার বাচ্চু প্রমুখ। এর আগে সকালে রংপুর প্রেস ক্লাব ও কাচারী বাজার এলাকায় নির্বাচন পিছানোর দাবীতে মানববন্ধন, সমাবেশ সড়ক অবরোধ ও স্মারকলিপি প্রদান করে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments