বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাসাঁথিয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অনশন, আত্মহত্যার হুমকি !

সাঁথিয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অনশন, আত্মহত্যার হুমকি !

আব্দুুদ দাইন: পাবনার সাঁথিয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে আমরণ অনশন শুরু করেছে এক কলেজ পড়–য়া প্রেমিকা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার উপজেলার নাগডেমড়া ইউনিয়নের সোনাতলা নতুন পাড়া গ্রামের আবুল কাশেমের বাড়িতে। বিয়ে না হলে আত্মহত্যার হুমকি দেয় ওই প্রেমিকা। প্রেমিকার আসার খবর পেয়ে প্রেমিক হাসান বাড়ি থেকে পালিয়ে যায়। জানা যায়, প্রায় তিন বছর ধরে উপজেলার সোনাতলা গ্রামের আবুল কাশেমের ছেলে হাসানের সাথে প্রেমের সম্পর্ক হয় পাশর্^বর্তী শাহজাদপুর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি ১মবর্ষের ছাত্রীর সাথে । প্রায় দেড় বছর ধরে বিয়ের প্রলোভনে তাদের মধ্যে প্রেম গভীর হওয়ায় শারিরীক সম্পর্ক হয়। বিষয়টি জানাজানি হওয়ায় মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠানো হয়। প্রেমিকের বাবা-মা প্রস্তাব মেনে না নিয়ে প্রেমিকার লোকজনকে ফিরিয়ে দেয়। এ দিকে প্রেমিকও বিয়ে করতে অসম্মতি জানালে মেয়েটি উপায়ান্তর না দেখে প্রেমিক হাসানের বাড়িতে চলে আসে এবং আমরণ অনশনে বসে। মেয়েটি সাংবাদিকদের বলেন, আমি এখান থেকে যাবোনা। বিয়ে না করলে আত্মহত্যা করবো। এ বিষয়ে লম্পট প্রেমিক পলাতক থাকায় তার বাবাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, মেয়ে পক্ষ থেকে লোক আসছিল কয়েকািদন আগে। তখন আমি আমার ছেলেকে জিঞ্জাসা করলে সে এই মেয়ের সাথে সম্পর্কের কথা অস্বীকার করে। পরে আমি তাদের ফিরিয়ে দেই। আজ হঠাৎ মেয়েটি আমার বাড়িতে এসে উঠেছে। প্রেমিকার নানা সিরাজউদ্দিন জানান, বিয়ের প্রস্তাব নিয়ে আমরা ছেলে বাড়িতে গেলে ছেলের সাথে মেয়ের কোন সম্পর্ক নেই বলে আমাদের ফিরিয়ে দেয়। তাই বিয়ের দাবিতে ছেলের বাড়িতে গিয়ে আমার নাতনী ওঠেছে।

এ ব্যাপারে নাগডেমড়া ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ জানান, খবর নেয়ার জন্য ওই বাড়িতে লোক পাঠানো হয়েছে

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments