সোমবার, এপ্রিল ২৮, ২০২৫
Homeসারাবাংলাফুটপাত দখলমুক্ত করার অভিযানে ডিএনসিসি

ফুটপাত দখলমুক্ত করার অভিযানে ডিএনসিসি

সদরুল আইন: রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযানে নেমেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।রোববার সকাল ১০টায় উত্তরার সোনারগাঁও এভিনিউ থেকে অভিযান শুরু হয়। এতে নেতৃত্ব দেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদ আনোয়ার।

অভিযানের প্রথম দিনে ফুটপাতে গড়ে তোলা যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়সহ বেশকিছু স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।

বেলা একটার দিকে তিন নম্বর সেক্টরের দুই নম্বর সড়কে ‘হাংরি ডাক’ নামে একটি রেস্তোরাঁর ফটক, সামনের অংশ এবং দোতলায় ওঠার সিঁড়ি ভেঙে দেওয়া হয়।

ফুটপাত দখল করে এসব বানানো হয়েছিল। একই সময়ে এক নম্বর ওয়ার্ড যুবলীগের একটি অস্থায়ী কার্যালয় গুঁড়িয়ে দেয় ভ্রাম্যমাণ আদালত।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments