বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাকলাপাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ ড্রেজার মালিককে জরিমানা

কলাপাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ ড্রেজার মালিককে জরিমানা

এস.কে রঞ্জন: পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ ড্রেজার মালিককে ১ লক্ষ টাকা করে মোট ৩ লক্ষ টাকা জরিমানা এবং ১টি ড্রেজারের মালিককে না পাওয়ায় ড্রেজারটি জব্দ করেছেন ভ্রাম্যমান আদালত। রবিবার দুপুরে উপজেলার ধুলাসার ইউনিয়নের ঢোস এলাকায় টহলরত কোষ্টগার্ড এবং পায়রা বন্দর কর্তৃপক্ষ গোপন সংবাদের ভিত্তিতে ঘটনা স্থলে উপস্থিত হলে ৪টি ড্রেজারে অবৈধভাবে বালু উত্তোলনের সত্যতার প্রমান পান। এ সময়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) অনুপ দাশের ভ্রাম্যমান আদালত ঘটনা স্থলে উপস্থিত হয়ে ৩ ড্রেজার মালিককে ১ লক্ষ টাকা করে মোট ৩ লক্ষ টাকা জরিমানা করেন এবং ১টি ড্রেজারের মালিককে না পাওয়ায় ড্রেজারটি জব্দ করেন। জানা গেছে জরিমানা হওয়া ৩টি ড্রেজার হলো উপজেলার বড় বালিয়াতলীর মোঃ কামাল তালুকদারের এটিএন এন্টার প্রাইজ, স্বরুপকাঠীর রাফসান জানির এম.ভি খাজা এনায়েত, চরপাতা ভোলার মনির মোল্লার এম.ভি সবুজ এন্ড সুমন ড্রেজার। এছাড়াও তানজিল সিজান নামের ১টি ড্রেজারের মালিককে না পাওয়ায় সেটি জব্দ করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments