শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাকলাপাড়ায় সাবেক প্রতিমন্ত্রীর বিরুদ্ধে আ.লীগের টাকা আত্মসাতের অভিযোগ

কলাপাড়ায় সাবেক প্রতিমন্ত্রীর বিরুদ্ধে আ.লীগের টাকা আত্মসাতের অভিযোগ

এস কে রঞ্জন: পটুয়াখালীর কলাপাড়ায় সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও দলের বর্তমান সভাপতি মো: মাহবুবুর রহমান তালুকদারের বিরুদ্ধে উপজেলা আ,লীগের ১১ লক্ষ ৭০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা আ,লীগের কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে উক্ত টাকা ফেরত দিতে তাকে আগামী এক মাসের মধ্যে দলীয় ব্যাংক হিসাবে জমা দিতে লিখিত ভাবে অনুরোধ জানানো হয়েছে। নতুবা তার বিরুদ্ধে দলের পক্ষ থেকে আইনানুগ পদক্ষেপ নেয়া হবে । উপজেলা আ’লীগ সূত্রে জানা যায়, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ,লীগের মনোনয়ন প্রত্যাশীদের মাঝে মনোনয়ন ফরম বিক্রী থেকে ১১ লক্ষ ৭০ হাজার টাকা পাওয়া যায়। সংগঠনের নিয়ম অনুযায়ী দপ্তর থেকে উক্ত টাকা আ,লীগের ব্যাংক হিসাবে জমা করার বিধান থাকলেও উপজেলা আ,লীগের সভাপতি উক্ত টাকা হস্তগত করেন। এরপর তাকে বিভিন্ন সময়ে একাধিক বার বলার পরও তিনি উক্ত টাকা আ,লীগের ব্যাংক হিসাবে জমা করেননি। এরপর গত ১৪ জানুয়ারী উপজেলা আ,লীগের কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক সংগঠনকে গতিশীল ও দলীয় কার্যক্রমকে সফল করার লক্ষ্যে তাকে লিখিত ভাবে অনুরোধ জানানোর সিদ্ধান্ত সহ বিষয়টি দলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক, সংগঠনিক সম্পাদক ও দপ্তর সম্পাদককে অবগত করা হয়। উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দীন জানান, তাকে লিখিত ভাবে ৩০ দিনের সময় দিয়ে অনুরোধ করা হয়েছে। এরপরও তিনি উক্ত টাকা আ,লীগের ব্যাংক হিসাবে জমা না দিলে আমরা দলের পক্ষ থেকে তার বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেব। উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক ও কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান বলেন, পৌরসভার মনোনয়ন ফরম বিক্রী থেকে ১১ লক্ষ এবং ইউনিয়ন পরিষদ ফরম বিক্রী থেকে ৭০ হাজার টাকা পাওয়া যায়। দলের অনেক মনোনয়ন প্রত্যাশীকে দলের টিকেট দেওয়া হয়নি। তাই তাদের টাকা ফেরত দেয়া হবে কিনা সে বিষয়ে কোন সিদ্ধান্ত হওয়ার আগেই সভাপতি উক্ত টাকা দপ্তর থেকে হস্তগত করেন। এ বিষয়ে অভিযুক্ত সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও উপজেলা আ’লীগ সভাপতি মো: মাহবুবুর রহমান তালুকদারে সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি সঠিক না।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments