মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলাএনায়েতপুরে চাকুরীর প্রতারণার অভিযোগে পল্লী বিদ্যুৎ সমিতির নৈশ প্রহরী আটক

এনায়েতপুরে চাকুরীর প্রতারণার অভিযোগে পল্লী বিদ্যুৎ সমিতির নৈশ প্রহরী আটক

মারুফা মির্জা: সিরাজগঞ্জের এনায়েতপুরে এনএসআই তে প্রতারনার মাধ্যমে চাকুরী দেবার চেষ্টার অভিযোগে খুকনী পল্লী বিদ্যুৎ সমিতির এক নৈশ প্রহরীকে গ্রেফতার করেছে পুলিশ। আটক শ্রী রাজ কুমার (৩৮) বগুড়া জেলার আদমদিঘী থানার তিল সিতাহাট গ্রামের মনিনাল দেশের ছেলে।

এনায়েতপুর থানার ওসি মাহবুবুল আলম ও এনএসআই কর্মকর্তা রবিউল ইসলাম জানান, জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইতে বেতার চালক পদে শাহজাদপুরে এক চাকুরী প্রার্থীর সাথে আটক রাজ কুমার মোবাইলে কথা বলে তা নিয়ে দেবার জন্য। এজন্য তিনি ১২ লাখ টাকা দাবী করেন। চাকুরীর আগে ৬ লাখ টাকা নগদ এবং পরে ৬ লাখ টাকা দিতে হবে। বিষয়টি জানতে পেরে বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ এনএসআই এর একটি টিম থানা পুলিশর সহযোগীতায় তাকে খুকণী পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিস থেকে তাকে গ্রেফতার করে। পরে তাদের জিজ্ঞাসাবাদে এসব ঘটনা স্বীকার করে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments