শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাঠাকুরগাঁয়ে শতাব্দী প্রাচীন গোরস্থান ভেঙে গণশৌচাগার নির্মাণ

ঠাকুরগাঁয়ে শতাব্দী প্রাচীন গোরস্থান ভেঙে গণশৌচাগার নির্মাণ

মুখলেসুর রাহমান সুইট: ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈলের প্রাণ কেন্দ্রে শতাব্দীর প্রাচীন একটি কবরস্থান পাঁচপীর কবরস্থান, পার্শ্ববর্তী প্রায় চার থেকে পাঁচটি ওয়ার্ড ও গ্রাম সহ স্থানীয় জনগণের দাফন সম্পন্ন করে থাকে।
লোকবিশ্বাস অনুযায়ী পাঁচ পীরের কবর আছে এজন্য মানুষ আলাদা শ্রদ্ধার চোখে দেখে, তাছাড়াও এ এলাকার মুসলমান সম্প্রদায়ের এটি পবিত্র একটি স্থান। পুরনো কিছু কবর ভেঙ্গে টয়লেটের ম্যানহোল তৈরি করা হচ্ছে যা ইসলামী মূল্যবোধকে আঘাত করার শামিল বলছে স্থানীয় মানুষ। প্রশাসনের এমন সিদ্ধান্ত সাধারণ গণমানুষ মেনে নিতে পারছেনা।
রাণীশংকৈলে পাঁচপীর কবরস্থান ভেঙ্গে গণশৌচাগার নির্মাণের প্রতিবাদে ৭ই অক্টোবর দুপুর ১২টার সময় উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী আফরিদার নিকট কাজ বন্ধ করার জন্য স্মারকলিপি প্রদান করা হয়়।
স্মারকলিপি দেওয়ার সময় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে রানীশংকৈল উপজেলার নির্বাহী অফিসার ফরিদা ইয়াসমিন বলেন, আমরা বিষয়টা খুবি গুরুত্বের সঙ্গে দেখছি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments