শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাসাপাহারে মুক্তিযোদ্ধা আব্বাস আলীকে রাষ্ট্রিয় মর্যদায় দাফন

সাপাহারে মুক্তিযোদ্ধা আব্বাস আলীকে রাষ্ট্রিয় মর্যদায় দাফন

বাবুল আকতার: নওগাঁর সাপাহারে বীর মুক্তিযোদ্ধা আব্বাস আলীকে রবিবার বিকেলে রাষ্ট্রিয় মর্যদায় দাফন করা হয়েছে। জানা গেছে ১৯৯৭১ সালে দেশ মাতৃকার টানে তিনি মহান মুক্তি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বেশ কিছু সম্মুখ যুদ্ধে অংশগ্রহন করেছিলেন। ওই দিন ভোর ৪টায় বার্ধক্য জনিত কারনে তিনি উপজেলার বাহাপুর গ্রামে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫বছর, মৃত্যুর পর তিনি ৪ছেলে ২মেয়ে নাতি নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখেগেছেন। মৃত্যুর পর ওই দিন বিকেল সাড়ে ৪টায় গ্রামের ঈদগাহ ময়দানে রাষ্ট্রিয় মর্যদায় সালাম প্রদান শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় সাপাহার উপজেলা নির্বাহী অফিসার কল্যান চৌধুরী, থানার অফিসার ইনচার্জ (ওসি)র পক্ষ থেকে সাব ইন্সপ্যাক্টর রইচ উদ্দীন হাজারী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ওমর আলী, সাপাহার প্রেসক্লাবের সাংবাদিকগন উপজেলার প্রায় সকল মুক্তিযোদ্ধাগন সহ অসংখ্য মানুষ তার জানাযা নামাজে অংশগ্রহণ করেন। নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে একটি চৌকস দল মরহুম আব্বাস আলীকে গার্ডঅব ওনার প্রাদন ও রাষ্ট্রিয় সালাম প্রদর্শন করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments