বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়া-শাহজাদপুর-পাবনার মধ্যে মহাসড়কে বাস চলাচল বন্ধ, ভরসা হয়েছে নিষিদ্ধ বাহন

উল্লাপাড়া-শাহজাদপুর-পাবনার মধ্যে মহাসড়কে বাস চলাচল বন্ধ, ভরসা হয়েছে নিষিদ্ধ বাহন

সাহারুল হক সাচ্চু: গত চারদিন ধরে উল্লাপাড়া- শাহজাদপুর-পাবনার মধ্যে মহাসড়কে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। এতে করে বিভিন্ন গন্তব্যে যাওয়া আসায় যাত্রীরা চরম দুর্ভোগ আর ভোগান্তি পোহাচ্ছেন বলে জানা যায়। এদিকে মহাসড়কে চলাচল নিষিদ্ধ ঘোষিত বাহনগুলো এখন যাত্রীদের কাছে অনেকটা ভরসা হয়েছে। এসব বাহনের চালকেরা সুযোগ বুঝে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করছে বলে জানা যায়। আজ শুক্রবার দুপুরে উল্লাপাড়াস্থ সিরাজগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ সুত্রে জানা যায়, গত মঙ্গলবার থেকে উল্লাপাড়া-শাহজাদপুর-পাবনার মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। এর কারণে জানানো হয়, উল্লাপাড়া থেকে পাবনা তালুকদার পরিবহনের একটি বাস নিয়মিত চলাচল করে থাকে। এ বাসটি উল্লাপাড়া মালিক গ্রুপ ভুক্ত। গত মঙ্গলবার তালুকদার পরিবহনের বাসটি যাত্রী নিয়ে পাবনা যাওয়াকালে শাহজাদপুরে আটকে দেওয়া হয়। শাহজাদপুর মালিক গ্রুপের প্রভাবশালী এক সদস্যের নেতৃত্বে বাসটি আটকে দেওয়া ও বাসের শ্রমিকদের মারপিট করা হয় বলে জানা যায়। এ ঘটনা থেকেই বিরোধ বাধে। অপরদিকে এ ঘটনার পর শাহজাদপুর ও পাবনা বাস মালিকদের বিরোধ বাধে। তাদের বিরোধে পাবনা শাহজাদপুরের মধ্যে মহাসড়ক পথে বাস চলাচল বন্ধ রয়েছে। উল্লাপাড়া-শাহজাদপুর-পাবনা মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ থাকায় বিভিন্ন স্থানে আসা যাওয়ায় সাধারণ যাত্রীদেরকে চরম দুর্ভোগ আর ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে কম দুরত্বের যাত্রীরাই বেশি ভোগান্তি আর দুর্ভোগে চলাচল করছে। খোজ নিয়ে জানা গেছে, মহাসড়কের উল্লাপাড়া অংশের বালসাবাড়ী এলাকা থেকে বগুড়া, সিরাজগঞ্জ বাস চলছে। তবে বগুড়া-নগরবাড়ী মধ্যে বাস চলাচল করছে। এর পাশাপাশি মহাসড়কের চলাচল নিষিদ্ধ লেগুনা, সিএনজি, অটো রিক্সা যাত্রী নিয়ে চলাচল করছে। উল্লাপাড়া-শাহজাদপুর-পাবনার মধ্যে বাস চলাচল বন্ধ থাকায় নগরবাড়ী-বগুড়ার মধ্যে চলাচলকারী বাসগুলো উপর সাধারণ যাত্রীদের চাপ বেশি পড়েছে । আর কম দুরত্বের যাত্রীদের এখন মুল ভরসার বাহন হয়েছে সিএনজি,লেগুনা, অটোরিক্সা। আজ শুক্রবার দুপুরে উল্লাপাড়া পৌর টার্মিনালে খোজ নিয়ে জানা যায়, উল্লাপাড়া হয়ে ঢাকা ও পাবনার মধ্যে চলাচলকারী কোচগুলো এখন বিকল্প হিসেবে বনপাড়া মহাসড়ক হয়ে চলাচল করছে। উল্লাপাড়াস্থ সিরাজগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ (বাস, মিনিবাস, মাইক্রোবাস ও ট্রাক সম্মিলিত পরিবহন সংস্থা) এর সভাপতি মোঃ মোফাজ্জল হোসেন বিলু জানান, আগামী কালের মধ্যেই বিষয়টি ফয়সালা ও উল্লাপাড়া-শাহজাদপুর-পাবনার মধ্যে নিয়মিত বাস চলাচল শুরু হবে বলে তিনি আশা করছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments