শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় অসুস্থ আতংকে বিজ্ঞান কলেজের আবাসিক দু’টি হল বন্ধ, চিকিৎসাধীন ১০ শিক্ষার্থী

উল্লাপাড়ায় অসুস্থ আতংকে বিজ্ঞান কলেজের আবাসিক দু’টি হল বন্ধ, চিকিৎসাধীন ১০ শিক্ষার্থী

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ শুক্রবার অসুস্থ আতংকে বিজ্ঞান কলেজের আবাসিক দু’টি হল তিন দিনের জন্য বন্ধ ঘোষনা করে শিক্ষার্থীদের বাড়ী পাঠিয়ে দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর কলেজটির মওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ আবাসিক হলের দশ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে এখন সিরাজগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এরা হলো- সাব্বির, তোষার. জাহিদ, আলামিন, শহিদুল, নুর, আশরাফুল, মোস্তফা, ইব্রাহীম ও হাসান। জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে কম সময়ের মধ্যে হলটির বারো জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এদের দশ জনকে রাতেই সিরাজগঞ্জ বেগম ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বিজ্ঞান কলেজের আইসিটি শিক্ষক রফিকুল ইসলাম খোকন এর বক্তব্যে শিক্ষার্থীরা হঠাৎ করে জ্বর ও মাথা ব্যাথায় আক্রান্ত হয়। অনেকে বমি করতে থাকে। প্রথমে তাদের ধারণা ছিল খাদ্যে বিষক্রিয়া হয়েছে। হাসপাতালের চিকিৎসকেরা জানান, এটা এক ধরণের ভাইরাস জ্বর । বর্তমানে হাসপাতালে ভর্তি শিক্ষার্থীরা সুস্থ রয়েছে বলে জানা যায়। মওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ হলে আবাসিক শিক্ষার্থীর সংখ্যা ৮৮ জন ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জা হলে আবাসিক শিক্ষার্থী সংখ্যা ৬০ বলে জানা যায়। বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জা হলের সুপার আবু তাহের মোল্লা ও কলেজের শিক্ষক মোঃ সেলিম রেজা প্রতিদিনের সংবাদকে জানান, হলে অবস্থানকারী শিক্ষার্থীদের মাঝে অসুস্থ আতংক দেখা দেয়। এমন অবস্থায় আজ শুক্রবার থেকে তিনদিনের জন্য হল দু’টি বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদেরকে তাদের বাড়ী পাঠিয়ে দেওয়া হয়েছে। আগামী সোমবার বিকেলে আবাসিক হল দু’টি শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments