আতিউর রাব্বী তিয়াস: জয়পুরহাটের আক্কেলপুরে জুয়া খেলার সময় পাঁচ জুয়ারীকে হাতেনাতে আটক করেছে আক্কেলপুর থানা পুলিশ। আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ জানান,উপ-পরিদর্শক তাজুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ শুক্রবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার দক্ষিণ কানুপুর গ্রামে মাদক ও জুয়া বিরোধী অভিযান পরিচালনা করে জুয়া খেলার সময় পাঁচ জুয়ারীকে হাতেনাতে আটক করেছেন। তারা হলেন, কালাম (২৮), মঞ্জু (৩৫), তসলিম(৩২), ফরিদুল (৩০) ও সুলতান (৩৩)। অফিসার ইনচার্জ আবু ওবায়েদ বলেন, আটককৃতদের নামে জুয়া আইনে মামলা করা হয়েছে।