শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাঅগ্নিকান্ডে নিঃস্ব কেন্দুয়ার ১৩ পরিবার

অগ্নিকান্ডে নিঃস্ব কেন্দুয়ার ১৩ পরিবার

হুমায়ুন কবির: নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকান্ডে ১৩ টি পরিবার নিঃস্ব হয়ে পড়েছেন।

স্থানীয় সূত্র জানান ক্ষয়ক্ষতির পরিমান ৬২ লাখ ৯৫ হাজার টাকা।

ক্ষতিগ্রস্থরা হলেন- গিয়াস উদ্দিন,রফিকুল ইসলাম, শাহিন মিয়া, জুলহাস উদ্দিন, আসাব উদ্দিন, হুমায়ুন কবির, আব্দুল হাই, আফিল উদ্দিন, তাহের উদ্দিন, মাজন মিয়া, আসন কুলি, আল আমিন, সোহাগ মিয়া।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার চিরাং ইউনিয়নের সাগুলি গ্রামের গিয়াস উদ্দিনের বাড়িতে।

খবর পেয়ে কেন্দুয়া ফায়ার সার্ভিসের লোকজন প্রায় আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় এমপি অসীম কুমার উকিল, উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান রুহুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ প্রমূখ।

শনিবার (১৯ অক্টোবর) সকালে সরেজমিনে গেলে স্থানীয় অব্দুল হাই সেলিম, ক্ষতিগ্রস্থ গিয়াস উদ্দিন, জুলহাস উদ্দিন জানান, শুক্রবার রাত সাড়ে ৮ টার দিকে সাগুলী গ্রামের আব্দুল হাই এর বসতঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুন লেগে যায়।
মূহুর্তেই সাড়া বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্র জানায়, ক্ষতিগ্রস্থদের তালিকা করেছি। তাতে ১৩টি পরিবারের ৬২ লাখ ৯৫ হাজার টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।

অপরদিকে ফায়ার সার্ভিস,কেন্দুয়া ইউনিটের দায়িত্বে থাকা শওকত আলী খান সাংবাদিকদের জানান,
বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
এতে মোট ৯ টি পরিবারের সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
সেইসাথে ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান রুহুল ইসলাম বলেন, অগ্নিকান্ড গ্রামটি পরিদর্শন করেছি এবং প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্থ পরিবার গুলোকে কিছু সহযোগিতা করা হয়েছে।
ক্ষতিগ্রস্থদের তালিকার কাজ চলছে। তিনি আরও জানান, তালিকাটি কমপ্লিট হলে ত্রান ও দুযোর্গ মন্ত্রনালয়ে পাঠানো হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments