বুধবার, মার্চ ২৭, ২০২৪
Homeসারাবাংলাভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মালিককে লাখ টাকা জরিমানা

ভূঞাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মালিককে লাখ টাকা জরিমানা

আব্দুল লতিফ তালুকদার: টাঙ্গাইলের ভূঞাপুরে অভিযান চালিয়ে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে বাংলা ড্রেজার মালিক ও বালু ব্যবসায়ী মো. নজরুল ইসলাম কে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নজরুল ইসলাম উপজেলার খানুরবাড়ী গ্রামের মো. রশিদের ছেলে। সোমবার (২১ অক্টোবর) সকালে উপজেলার গোবিন্দাসী এলাকায় এ অভিযান চালানো হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই বালু ব্যবসায়ীর বাংলা ড্রেজারও আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে এবং তাকে ১ লাখ টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments