শনিবার, এপ্রিল ২৭, ২০২৪
Homeসারাবাংলামেধাবি মানব চাই মেধাবি দানব চাইনা: রংপুরে বিচারপতি আবু তাহের

মেধাবি মানব চাই মেধাবি দানব চাইনা: রংপুরে বিচারপতি আবু তাহের

জযনাল আবেদীন: বাংলাদেশ সুপ্রীম কোর্ট হাইকোর্টে ডিভিশনের বিচারপতি আবু তাহের মো: সাইফুর রহমান বলেছেন রাষ্ট্রের মালিক জনগন তাই জনগণের চাওয়া পাওয়ার উপর সবকিছু নির্ভর করে । জনগন চেয়েছিলো জাতির পিতার হত্যাকারীদের বিচার ।দেরিতে হলেও হয়েছে । জনগন চেয়েছিলো ইয়াসমিন হত্যার বিচার সেটিও হয়েছে । আবার নুসরাত হত্যা মামলার রায় সেটিও আমরা দ্রুত পেলাম । কিন্তু সামাজিক ন্যায় বিচার অন্যদের কেন আমরা দিতে পারছিনা । যাদের বিচার আমরা পেয়েছি তাদের জন্য মানুষের সমষ্টিগত চিৎকার ছিলো । ছিলো ন্যায় বিচারের আন্দোলন ফলে সরকারের সার্বিক সহযোগীতায় বিচার কার্য দ্রুত করা সম্ভব হয়েছে । তিনি শনিবারে রাতে রংপুর জিলা পরিষদ কমিউনিটি সেন্টারে রোটারী ক্লাব অব রংপুর সেন্ট্রাল এর ১৯তম অভিষেক অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন । বিচারপতি আরো বলেন পত্র পত্রিকায় টিভি চ্যানেলে দেখলাম বুয়েট মেধাবী ছাত্র আবরারকে যারা পিটিয়ে হত্যা করেছে তারা একই প্রতিষ্টানের অপর মেধাবীরা । তিনি বলেন মানবিক মূল্যবোধের অভাব ছিলো তাদের মধ্যে ।এখন আর আগের মত স্কুল গুলোতে মানবিক মূল্যবোধ শেখানো হয়না ।স্কুল গুলোতে মানবিক মূল্যবোধ শেখানো হলে হানা হানি বন্ধ হবে ।শান্তি শৃংখলা ফিরে আসবে । তিনি বলেন মেধাবি মানব চাই মেধাবি দানব চাইনা । মেধাবি মানবরাই আগামিতে দেশ পরিচালনা করবে । তিনি বলেন রোটারী ক্লাব অর্মানবতার অরাজনৈতিক আন্তর্জাতিক সেবা সংগঠন এখনো অনেক স্কুলে পানির ব্যবস্থা নেই বাথরুমের ব্যবস্থা নেই ফলে অনেক স্কুলের বাচ্চারা বাথরুম অভাবে পানি পান করেনা । এসব স্কুল খুঁজে খুঁজে বের করে বিষুদ্ধ পানি ও বাথরুমের ব্যবস্থা করার জন্য রোটারী ক্লাব নেতৃবৃন্দের প্রতি আহবান জানান । মোস্তফা সোহরাব চৌধুরী টিটুর সভাপতিত্বে অভিষেক অনুষ্টানে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় রোটারিয়ান রুবায়েত হোসেন, ব্যারিষ্টার মোন্তাসিম বিল্লাহ ফারুকী , বিদায়ী প্রেসিডেন্ট আতোয়ার রহমান সরকার , অভিষিক্ত ক্লাব প্রেসিডেন্ট আশিক ইকবাল টুটুল, সিদ্দিক আবু সাঈদ বাচ্চু, চার্টার প্রেসিডেন্ট আমিরুল হক খোকন । এর আগে মুক্তিযুদ্ধে বিশেষ অবাদান রাখায় জাতির শ্রেষ্ট সন্তান বীর মুক্তিযোদ্ধা তোজাম্মেল হোসেনকে সম্মাননা ক্রেষ্ট এবং উত্তরীয় প্রদান করা হয় । এরপর কোলকাতার আমন্ত্রীত শিল্পীদের পরিবেশিত হয় সংগীত ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments