বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলাব্রাক্ষণবাড়িয়ায় দুই ট্রেনে সংঘর্ষে নিহত ১০ জনের পরিচয় মিলেছে

ব্রাক্ষণবাড়িয়ায় দুই ট্রেনে সংঘর্ষে নিহত ১০ জনের পরিচয় মিলেছে

বাংলাদেশ প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যাত্রীবাহী দু্ই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৬ জনের মধ্যে মধ্যে ১০ জনের পরিচয় জানা গেছে। নিহতদের স্বজনরা এসে তাদের শনাক্ত করেন। বাকি ছয়জনের পরিচয় এখনও জানা যায়নি।
নিহতরা হলেন- চাঁদপুরের মুজিবুর রহমান (৫৫), হবিগঞ্জের ইয়াছিন (১২), হবিগঞ্জের সুজন আহমেদ (২৪), মৌলভীবাজারে জাহেদা খাতুন (৩৫), চাঁদুপুরের কুলসুম বেগম (৩০), হবিগঞ্জের আল আমিন (৩০), হবিগঞ্জের ইউসুফ (৩২), হবিগঞ্জের দুই বছর বয়সী শিশু আদিবা, ব্রাহ্মণবাড়িয়ার তিন বছর বয়সী শিশু সোহামনি, চাঁপুরের ফারজানা (১৫), অজ্ঞাতনামা পুরুষ (৪৫), অজ্ঞাতনামা নারী (বয়স জানা যায়নি), অজ্ঞাতনামা পুরুষ (২৩), অজ্ঞাতনাম নারী (৩২), অজ্ঞাতনামা কিশোরী (১২) ও অজ্ঞাতনামা ৪ বছর বয়সী শিশু।
মঙ্গলবার সকালে বায়েক শিক্ষা সদন উচ্চ বিদ্যালয়ের মাঠে মরদেহগুলো সারিবদ্ধভাবে রাখা হয় এবং সেখানে একটি তথ্যকেন্দ্রও খোলা হয়।
তথ্যসেবা কেন্দ্রের দায়িত্বে থাকা কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম বলেন, নিহতদের স্বজনরা এসে মরদেহগুলো শনাক্ত করেন। বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments