বুধবার, এপ্রিল ৩০, ২০২৫
Homeসারাবাংলাস্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ জনের যাবজ্জীবন

স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ জনের যাবজ্জীবন

বাংলাদেশ প্রতিবেদক: নওগাঁর পোরশা উপজেলায় এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক জলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার সুরানন্দ গ্রামের নাজিম উদ্দিনের ছেলে শাকিল (২৪) ও আলাদিপুর গ্রামের রবুর ছেলে আব্দুল আলীম (৩০)। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৮ মার্চ রাতে এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে উপজেলার সুরানন্দ গ্রামের একটি আম বাগানে নিয়ে যায় শাকিল। সেখানে শাকিল ও আব্দুল আলীম ওই ছাত্রীকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। পরে ছাত্রী নিজেই থানায় অভিযোগ করে।

এর পরিপ্রেক্ষিতে পুলিশ তদন্ত শেষে ঘটনার সত্যতা থাকায় আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। শুনানি শেষে মঙ্গলবার ১০ জন সাক্ষীর বক্তব্যের ভিত্তিতে আদালতের বিচারক জেলা ও দায়রা জজ মো. মেহেদী হাসান তালুকদার দুজনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments