বাংলাদেশ প্রতিবেদক: সিরাজগঞ্জের কামারখন্দে লাইনের ওপর একটি ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেল সড়কে ঝাঐল টেক আপ পয়েন্টের ১০০ গজ দূরে এ ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটে।
ইঞ্জিন বিকল হওয়ায় উভয় দিক থেকে রেল চলাচল বন্ধ হয়ে গেছে।
জামতৈল রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রেলওয়ের প্রকৌশলীরা বিকল ইঞ্জিনটি ঠিক করার চেষ্টা করছেন।