সোমবার, মে ৬, ২০২৪
Homeসারাবাংলারংপুর প্রেস ক্লাবে নাগরিক সংলাপে রংপুরকে আধুনিক নগর হিসেবে গড়ে তোলার অঙ্গিকার

রংপুর প্রেস ক্লাবে নাগরিক সংলাপে রংপুরকে আধুনিক নগর হিসেবে গড়ে তোলার অঙ্গিকার

জয়নাল আবেদীন: রংপুর নগরকে আধুনিক নগরে গড়ে তোলা হবে বলে অঙ্গিকার ব্যাক্ত করেছেন সিটি মেয়র বিভাগীয় কমিশনার , জেলা প্রশাসনের কর্মকর্তারা। রংপুর প্রেস ক্লাবের আয়োজনে নিরাপদ ও পরিচ্ছন্ন নগরি বিষয়ক নাগরিক সংলাপ অনুষ্টানে বক্তারা আরো বলেছেন শুধু জেলা প্রশাসন, সিটি প্রশাসন কিম্বা পুলিশ প্রশাসন তৎপর হলেই চলবেনা নগরবাসীকেও আন্তরিকভাবে এগিয়ে আসতে হবে তাদেরও সচেতন হবে প্রশাসনকে সহযোগিতা করতে হবে এর পরই রংপুর নগরি হবে নিরাপদ এবং পরিচ্ছন্ন নগরি । সোমবার সকাল ১১টায় রংপুর প্রেসক্লাব মিলনায়তনে ক্লাব সভাপতি রশীদ বাবুর সভাপতিত্বে সংলাপ অনুষ্টানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারন সম্পাদক রফিক সরকার । উপস্থিত থেকে আলোচনায় অংশন রংপুর বিভাগীয় কমিশনার কে এম তারিকুল ইসলাম , সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা , মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল আলীম মাহমুদ , জেলা প্রশাসক আসিব আহসান, জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, বিএনপি মহানগর কমিটির ভাইস প্রেসিডেন্ট সুলতান আলম বুলবুল , নগর পরিকল্পনাবিদ নজরুল ইসলাম মুক্তিযোদ্ধা আকবর হোসেন, চিকিৎসক ও সমাজসেবক ডা: মফিজুল ইসলাম মান্টু, জাসদ সভাপতি গৌতম রায় , ওয়াকাস পার্টির মাজিরুল ইসলাম লিটন, নারী নেত্রী মোশফেকা রাজ্জাক সহ উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি দফতরের নির্বাহী প্রকৌশলীগণ,রংপুর প্রেসক্লাবের আজীবন সদস্য সুশীল সমাজের প্রতিনিধি বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া এবং অন লাইন পত্রিকার সাংবাদিকগণ । মুল প্রবন্ধ উপস্থাপন করেন প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক মানিক সরকার মানিক ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments