বৃহস্পতিবার, মে ২, ২০২৪
Homeসারাবাংলাআক্কেলপুরে তুলসীগঙ্গা নদীর ভাঙ্গনের মুখে শ্মশান ও মন্দির

আক্কেলপুরে তুলসীগঙ্গা নদীর ভাঙ্গনের মুখে শ্মশান ও মন্দির

আতিউর রাব্বী তিয়াস: জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা সদরের নবাবগঞ্জঘাট মহাশ্মশান, মন্দির ও সংলগ্ন দেবোত্তর সম্পত্তি অবকাঠামো তুলসীগঙ্গা নদীতে যে কোন সময় বিলীন হয়ে যাবার আশঙ্কা দেখা দিয়েছে। নদীর পাড়ে আরসিসি পাইলিং রিটার্নিং ওয়াল ও ব্লক না থাকায় প্রতিবছর মন্দির ও শ্মশান প্রাঙ্গণ ভেঙ্গে যাচ্ছে। যার ফলে প্রতিবছর বন্যায় আক্কেলপুর উপজেলা ও পার্শ্ববর্তী নওগাঁ জেলার বদলগাছী উপজেলার হিন্দু সম্প্রদায়ের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, ১৮১৬ সালে আক্কেলপুর এলাকার সুরতলাল চৌধুরী, মহাদেব আগরওয়ালা, ভীমরাজ আগরওয়ালা ও স্থানীয় মারোয়ারী সমিতির উদ্যোগে তুলসীগঙ্গা নদীর তীরে নবাবগঞ্জ ঘাটে হিন্দু ও মারোয়ারী সম্প্রদায়ের মৃত ব্যক্তিদের দাহ ও সমাধী দেয়ার জন্য নিজেদের অর্থে ১১ বিঘা জমি শ্মশানের নামে দান করে। সেই জমিতে বিভিন্ন দেবদেবীর মন্দির নির্মাণ করা হয়। প্রতিবছর এখানে দুর্গাপূজা ছাড়াও অন্য দেবতাদের পূজার আয়োজন করা হয়। এছাড়াও এখানে সমাধির স্থান, চুলি ও বিশ্রামাগার রয়েছে। এই মহাশ্মশান সংরক্ষণ ও উন্নয়নের জন্য ইতোমধ্যেই সরকারের সমাজসেবা অধিদফতর ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট থেকে যথাক্রমে নিবন্ধন ও তালিকাভুক্ত সনদপত্র পেয়েছে। এই শ্মশান ও মন্দির বন্যায় তুলসীগঙ্গা নদীতে বিলীন হওয়া থেকে রক্ষা পাচ্ছে না। আক্কেলপুর-

জয়পুরহাট সড়ক থেকে প্রায় দুইশ’ গজ হেঁটে যাবার পথটি গত বন্যায় চলাচল অনুপযোগী হয়ে যায়। তখন চরম বিপর্যয়ে পড়তে হয় সবদেহ নিয়ে যেতে। শ্মশানের এই সংকট ও দুর্ভোগ নিরসনে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ কর্তৃপক্ষকে জানিয়েও কোন সুফল পায়নি। ফলে তাদের মাঝে শঙ্কা বেড়েই চলেছে। নবাবগঞ্জঘাট মহাশ্মশান, দেবোত্তর ও সমাজ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক সুশীল কুমার আগরওয়ালা জানান, আক্কেলপুর ও নওগাঁ জেলার বদলগাছী উপজেলার কয়েক হাজার হিন্দু ও মারোয়ারী জনগোষ্ঠীর সবদেহ দাহ ও সমাধি দেয়ার একমাত্র জায়গা এই মহাশ্মশান। পানি সম্পদ মন্ত্রণালয়ে শ্মশান ও মন্দির রক্ষায় লিখিতভাবে আবেদন করা হয়েছে। শ্মশান, মন্দির ও সংলগ্ন অবকাঠামো নদী ভাঙ্গন থেকে রক্ষার জন্য দাবি জানিয়েছেন হিন্দু ও মারোয়ারী সম্প্রদায়ের লোকজন। আক্কেলপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট রাজেন্দ্র প্রসাদ আগরওয়ালা বলেন,শ্মশান, মন্দির ও সংলগ্ন অবকাঠামো নদী ভাঙ্গন থেকে রক্ষা করা প্রয়োজন। এব্যাপারে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। আক্কেলপুর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ওমপ্রকাশ আগরওয়ালা বলেন,এই মহাশ্মশান, মন্দিরের জায়গা নদীর ভাঙ্গন থেকে রক্ষা করা দরকার। আর যারা শশ্নানের জায়গা অবৈধ দখল করেছে তাদেরকে উচ্ছেদ করা দরকার। ছবি আছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments