বুধবার, মে ৮, ২০২৪
Homeসারাবাংলাপাঁচবিবিতে নতুন বই উৎসবের প্রস্তুতি সম্পন্ন

পাঁচবিবিতে নতুন বই উৎসবের প্রস্তুতি সম্পন্ন

প্রদীপ অধিকারী: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের ৪৭ হাজার ৯শ ৪৩ জন শিক্ষার্থীর মাঝে ২০২০ সালের ১লা জানুয়ারী বুধবার ৪লক্ষ ৮৭ হাজার ৩শ ২০ টি নতুন বই দেওয়ার সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সারাদেশে এক যোগে বই উৎসব পালন এই দিনে। এই বই উৎসবকে ঘিরে উপজেলার বিদ্যালয়গুলো এরই মধ্যে যাবতীয় প্রস্তুুতি গ্রহণ করেছে। নতুন বই হাতে উৎসবে মেতে উঠবে উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৪৮ টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৭হাজার ৩শ ৪৩জন শিক্ষার্থীর মাঝে ২লক্ষ ৩৭ হাজার ৩শ ৭০ টি, ৩০টি দাখিল ও ২২ টি এবতেদায়ী মাদ্রাসার ৫হাজার ৬শ জন শিক্ষার্থীর মাঝে ১লক্ষ ৩৯ হাজার ২শ ৫০ টি এবং প্রাথমিকের ৯৬টি প্রাথমিক বিদ্যালয়, ৪২টি কেজি ও এনজিও পরিচালিত ১৭ টি বিদ্যালয়ের ১৮হাজার ৫শ জন শিক্ষার্থীর হাতে ১লক্ষ ১০হাজার ৭শ টি নতুন বই এক যোগে বিতরণ করা হবে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী জাহাঙ্গীর আলম বলেন, সারাদেশের সাথে এক যোগে নতুন বই উৎসব পালনের লক্ষে বিদ্যালয় গুলোতে বই পৌছানো হয়েছে। শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এমপি মহোদয় নতুন বই উৎসব অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments