জয়নাল আবেদীন: “অপচয় না করে সঞ্চয় কর, সমাজ ও দেশকে সমৃদ্ধ কর” এই প্রতিপাদ্যে জাতীয় সঞ্চয় অধিপ্তরের উদ্যোগে বিভাগীয় নগরি রংপুরে র্র্যালি ও আলোচনা অনুষ্ঠানের মধ্যে দিয়ে সঞ্চয় সপ্তাহ শুরু হয়েছে । জেলা সঞ্চয় অফিসের আয়োজনে শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্তর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এর আগে উদ্বোধনী আলোচনায় জাতীয় সঞ্চয় বিভাগীয় কার্যালয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মমিনুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সরকার জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন, স্থানীয় সরকার রংপুর বিভাগীয় উপ-পরিচালক আশরাফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সঞ্চয় অফিসার রবিউল হাসান। বক্তারা বলেন আজকের সঞ্চয় হচ্ছে আগামি দিনের পরমবন্ধু । তাই আজকে প্রাথমিক থেকে বিশ^বিদ্যালয় পর্যন্ত শিক্ষার্থীদের সঞ্চয়ী মনোভাব গড়ে তুলতে হবে । যে পরিবার সস্ঞ্চয় করে তারা যে কোন সমস্যার মোকাবেলা করতে পারে । আমাদের প্রত্যেকেরই সঞ্চয় করা উচিত । এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক জয়নাল আবেদীন প্রধান শিক্ষক আব্দুল মালেক, সিনিয়র সহকারী শিক্ষক মিজানুর রহমান, সিনিয়র সহকারী শিক্ষক বিনীতা রানী, রাশেদা ইসলাম। সঞ্চয় সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনায় বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও সঞ্চয়কারী অংশ নেন। । সঞ্চয় সপ্তাহ ১৮ জানুয়ারী থেকে ২৪ জানুয়ারী পর্যন্ত চলবে।