বৃহস্পতিবার, মে ২, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় নতুন প্রযুক্তি ট্রে-তে ইরি ধানের বীজতলা

উল্লাপাড়ায় নতুন প্রযুক্তি ট্রে-তে ইরি ধানের বীজতলা

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষিতে নতুন প্রযুক্তি ট্রে-তে ইরি ধান বীজতলা করা হয়েছে। স্থানীয় কৃষি বিভাগের সহযোগিতায় দু’জন চাষী এ বীজতলা করেছেন। এ ধান বীজতলা নিয়ে অন্য কৃষকদের মাঝে বেশ আগ্রহ দেখা দিয়েছে। কৃষি বিভাগ এ পদ্ধতিতে কৃষি যান্ত্রিকীকরণে পথে এগুচ্ছে। স্থানীয় কৃষি অফিস সূত্রে, উপজেলার পূর্ণিমাগাঁতী ও সলংগা ইউনিয়নে দু’জন চাষীর মাধ্যমে ২শ ট্রে-তে ইরি ধান বীজতলা করা হয়েছে। পূর্ণিমাগাঁতী ইউনিয়নের মধুপুর গ্রামের কৃষক জাহাঙ্গীর হোসেন ১শ ট্রে-তে ও সলংগা ইউনিয়নের নাইমুড়ী গ্রামের কৃষক মাসুদ রানা ১শ ট্রে-তে বীজতলা করেছেন। স্থানীয় কৃষি বিভাগ থেকে ট্রে-গুলো সরবরাহ এবং উন্নত দুটি এস এল-৮ হাইব্রিড, ব্রি-৫৮ জাতের ধান বীজ দেয়া হয়। এছাড়া এ বীজতলা তৈরিতে আরো যাবতীয় সহযোগিতা দেয়া হয়েছে। উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ আজমল হোসেন জানান, প্রতিটি ট্রে-তে ১শ ৪০ গ্রাম ধান বীজ চারা করা হয়েছে। প্রায় ৩ বিঘা জমিতে ১শ ট্রে‘র চারা রোপন করা যাবে। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সুবর্না ইয়াসমিন সুমী জানান, এ পদ্ধতিতে বীজতলা তৈরি কৃষি যান্ত্রিকীকরণের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এছাড়া এ ধরনের বীজতলায় বিভিন্ন সুবিধা রয়েছে। এর মধ্যে কম সময়ে চারা রোপন যোগ্য, কম চারায় বেশি পরিমান জমি রোপন করা যাবে। এ চারা রাইস ড্রাম প্লান্টার মেশিনের মাধ্যমে রোপন করা হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments