বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাভূঞাপুরে ভেজাল বিরোধী অভিযানে ৩ লক্ষ টাকা জরিমানা

ভূঞাপুরে ভেজাল বিরোধী অভিযানে ৩ লক্ষ টাকা জরিমানা

আব্দুল লতিফ তালুকদার: কী খাচ্ছে ভূঞাপুরের মানুষ? অসাধু ব্যবসায়ীরা অল্পসময়ে অধিক মুনাফা লাভের যে প্রতিযোগীতায় নেমেছে এতে করে ওইসব খাদ্য খেয়ে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে সকল বয়সের মানুষ। টাঙ্গাইলের ভূঞাপুর পৌরসভার সামনে অবস্থিত আব্বাস ট্রেডার্স নামের একটি সরিষার তেল তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। কারখানায় সরিষার তেল তৈরি হচ্ছে ঠিকই, তবে তা নাম মাত্র লোক দেখানোর উদ্দেশ্যে।এর অন্তরালে, অধিক মুনাফা অর্জনের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে সরিষার তেলের সাথে জাহাজে ব্যবহৃত পোড়া মবিল মিশিয়ে বিক্রি করে আসছিলেন এই প্রতিষ্ঠানটি। পরে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান পরিচালনা করেন । অভিযান চালিয়ে তিনটি গোডাউন থেকে জব্দ করা হয় ৩৮ ব্যারেল পোড়া মবিল। পরে ওই অসাধু ব্যবসায়ীকে ১লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং পোড়া মবিল পাশ্ববর্তী স্থানে ধ্বংস করা হয়। আব্বাস ট্রেডার্স এর স্বত্তাধিকারি আব্বাস আলী প্রথমে তার অপকর্মের কথা অস্বীকার করে বিদেশী সরিষার তেল বলে চালিয়ে দেয়ার চেষ্টা করলেও পরে তার অপকর্মের কথা স্বীকার করে। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসলাম হোসাইন, এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাসরীন পারভীন। অন্যদিকে একই দিনে উপজেলার বিভিন্ন বেকারি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমান মেয়াদ উত্তীর্ন পাউরুটিসহ অন্যান্য বেকারি খাদ্য জব্দ করা হয় এবং পচা তেল, রং অস্বাস্থ্যকর পরিবেশ ও ওজনে কম দেয়ার অপরাধে ৮ টি কারখানার মালিককে মোট ১ লক্ষ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এ বিয়য়ে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাসরিন পারভিন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসলাম হোসাইন বলেন, আমরা এ অভিযান অব্যাহত রাখবো। যারা খাদ্যে ভেজাল করবে তাদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments