বুধবার, মে ৮, ২০২৪
Homeসারাবাংলাবাউফল উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

বাউফল উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

অতুল পাল: বাউফল উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আশ্রাফ আলীর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ করেছেন এলাকার জনপ্রতিনিধিসহ অন্যান্য ভূক্তভোগিরা। অফিসে গড় হাজির, জাতীয় পতাকাকে যথাযথ সন্মান না করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সুপেয় পানি সরবরাহে প্রধান মন্ত্রীর পুকুর খনন প্রকল্পে অনিয়ম, গভীর নলকুপ স্থাপণ করে প্লাটফরম পাকারণের নামে ৫ হাজার টাকা দাবি ইত্যাদি নানা অভিযোগ উঠেছে ওই প্রকৌশলীর বিরুদ্ধে। করে হাতিয়ে নেয়ার অভিযোগ করেছেন সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম তালুকদার । ফলে সরকারের নেয়া পদক্ষেপ সুপেয় পানির জনগনের দোগোড়ায় পৌছানো কার্যক্রম ব্যাহত হচ্ছে । জানা গেছে, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আশ্রাফ আলী ২০১৭ সালের শেষের দিকে বাউফলে যোগদান করেন। তার বাড়িও বাউফলেরই সুর্যমনি ইউনিয়নের পাঙ্গাশিয়া গ্রামে। একই উপজেলার বাসিন্দা হওয়ায় নানাভাবে প্রভাব খাটিয়ে সে নিয়মিত অফিসে আসেন না এবং জাতীয় দিবসসহ অন্যান্য দিনে অফিসে জাতীয় পতাকাও উত্তোলন করেন না। অভিযোগ উঠেছে, আশ্রাফ আলী বাউফলে যোগদানের পর থেকেই নানা অনিয়মের সাথে জড়িয়ে পড়েন । ২০১৭-২০১৮ অর্থবছরে জনসাধারণের জন্য সুপেয় পানির সরবরাহের লক্ষে প্রধানমন্ত্রীর পুকুর খনন, রক্ষাবেক্ষণ, জনসাধারণের চলাচলের জন্যে ওয়াক ওয়ে নির্মাণ এবং বৃষ্টির পানি ফিল্টার ও সংরক্ষেণের নামে ৪টি পুকুর খনন করা হয়। সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে যোগসাজসে ওই পুকুরগুলো কোন রকম ঘঁষামাঝা করে খনন করা হয়। যারফলে বছর পার হতে না হতেই পুকুরগুলো পূর্বাবস্থায় ফিরে আসে এবং পুকুরগুলো জনগণের কোন উপকারেই আসছে না বলে অভিযোগ করেছেন উপজেলার কালিশুরী ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ নেছার উদ্দিন জামাল। মদনপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম তালুকদার জানান, সাবেক চীফ হুইপ স্থানীয় এমপি আ.স.ম. ফিরোজ এবং উপজেলা পরিষদ তার ইউনিয়নে বেশ কয়েকটি গভীর নলকুপ বরাদ্দ দেন। বরাদ্দকৃত নলকুপ স্থাপিত হলেও নলকুপের প্লাটফরমগুলো নির্মাণের নামে আশ্রাফ আলী ৫ হাজার টাকা করে দাবি করেন। উপকারভোগিরা টাকা না দেয়া পর্যন্ত প্লাটফরম নির্মাণ করে দেননি। মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম তালুকদার আরো জানান. জনস্বাস্থ্য প্রকৌশলীর অফিসে কোন জাতীয় দিবস কিংবা অন্যান্য দিনে জাতীয় পতাকা উত্তলণ করতে দেখা যায়নি। এছাড়া জাতীয় কোন কর্মসূচীতেও ওই কর্মকর্তাকে উপস্থিত হতে দেখা যায়না। ওই ইউনিয়নের আনসার আলী মিয়ার বাড়িতে নলকুপ স্থাপণের তিন মাসের মধ্যে পানি ওঠা বন্ধ হয়ে যায়। এ বিষয়ে তিনি একাধিকবার উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলীর অফিসে এলেও তার দেখা পাননি। এ বিষয়ে আশ্রাফ আলী বলেন, তার বিরুদ্ধে বলা অভিযোগগুলো সত্য নয়, ঠিকাদার প্রতিষ্ঠান নলকুপ স্থাপণের পর প্লাটফরম পাকারণের জন্য বারবার তাগিদ দিলেও তারা যতাসময়ে কাজ করেন না। পুকুর খননের বিষয়ে তিনি বলেন, প্রকল্পে কোন অনিয়ম করা হয়নি, যথাযথ সিডিউল মেনেই কাজ করা হয়েছে। অফিসে জাতীয় পতাকা উত্তোলণ সম্পর্কে তিনি জানান, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোললণ করা হয়। একই কম্পাউন্ডের মধ্যে তার অফিস থাকায় জাতীয় পতাকা উত্তোলণ করার প্রয়োজন নেই বলে জানান তিনি। এ বিষয়ে বাউফল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মোতালেব হাওলাদার বলেন, জণস্বার্থ এবং রাষ্ট্রীয় বিধির পরিপন্থী কোন কর্মকান্ডকেই মেনে নেয়া হবে না। এব্যপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments