বুধবার, মে ৮, ২০২৪
Homeসারাবাংলামানব পাচারে বাংলাদেশ বিশ্বের মধ্যে দ্বিতীয়: রংপুরে সংবাদ সম্মেলনে নারী মৈত্রী

মানব পাচারে বাংলাদেশ বিশ্বের মধ্যে দ্বিতীয়: রংপুরে সংবাদ সম্মেলনে নারী মৈত্রী

বাংলাদেশ প্রতিবেদক: মানব পাচারের দিক থেকে বাংলাদেশ বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। প্রতিবছর এ দেশ থেকে প্রায় আট লাখ মানুষ পাচার হচ্ছে। বিশেষ করে দেশের সীমান্তবর্তি কুড়িটি জেলা থেকে বছরে ৩ লাখ নারী, পুরুষ ও শিশু ভারতসহ মধ্যপ্রাচ্যের দেশে পাচার হয়ে যাচ্ছে। এছাড়াও অন্যান্য জেলা থেকেও নারী, পুরুষ ও শিশু পাচারের হার আশংকা জনক হারে বাড়ছে। শনিবার দুপুরে রংপুর প্রেসক্লাবে এক সাংবাদিক সন্মেলনে এই তথ্য জানান নারী মৈত্রির নেতৃবৃন্দ। সাংবাদিক সন্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, রংপুর বিভাগের, কুড়িগ্রাম,লালমনিহাট, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁ ও পঞ্চগড়সহ কুড়িটি জেলা থেকে প্রতি দিন নারী, পুরুষ ও শিশু পাচার হচ্ছে। পাচারকারীরা ভাল চাকুরীর প্রলোভন দেখিয়ে তাদের বিভিন্ন দেশে নিয়ে গিয়ে বিভিন্ন প্রতিতালয়, ড্যান্স,বার নিয়ে গিয়ে মোটা টাকার বিনিময়ে দালালদের হাতে তুলে দিচ্ছে। সংবাদ সন্মেলনে বলা হয়,বাংলাদেশ থেকে পাচারের মূল উদ্দেশ্য হচ্ছে, নারীদের জোর করে পতিতাবৃত্তির কাছে বাধ্য করাসহ যৌন শোষন, গৃহ দাসত্ব ও উটের জকি হিসেবে কাজ করতে বাধ্য করা। ২০০৩ থেকে ২০১২ সাল পর্যন্ত ২লাখ নারীকে মিথ্যা প্রলোভন দেখিয়ে প্রতিবেশী দেশগুলোতে পতিতাবৃত্তির কাজে নিয়োগ করেছে। পাচারকৃত নারীদের হাতে গোনা কয়েকজনকে দেশে ফিরিয়ে আনা হলেও বেশির ভাগের কোন খবর নেই। সাংবাদিক সন্মেলনে মানবপাচার আইন বাস্তবায়নসহ ছয় দফা দাবী পেশ করা হয়, দাবীগুলোর মধ্যে রয়েছে, মানবপাচার প্রতিরোধ ও দমনে জাতীয় পরিকল্পনা বাস্তবায়ন, মানবপাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ বাস্তবায়ন, প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং এর ব্যবস্থা করা, জনপ্রতিনিধিদের শিশু পাচার বন্ধে ও শিশুসুরক্ষায় দায়িত্বশীল ভুমিকাপালন, গণমাধ্যমকে শিশুপাচার বিষটিকে সামাজিক দায়বদ্ধতার অংশহিসেবে জোড়ালো ভুমিকা পালন করা, শিশু সুরক্ষা নিতিমালা বাস্তবায়ন ও প্রচলিত বিচার ব্যবস্থায় শিশুবান্ধব পরিবেশ সৃষ্টিতে সহায়তা করা। নারী মৈত্রি আয়োজনে সাংবাদিক সন্মেলনে বক্তব্য রাখেন, নারী মৈত্রি প্রজেক্ট কোঅর্ডিনেটর মোমেনুল হক মোমেন, নারী মৈত্রির লিগ্যাল এ্যডভাইজার গোলাম মাওলা চৌধুরী, রংপুর প্রেসক্লাবের সভাপতি রশীদ বাবু, সাধারণ সম্পাদক রফিক সরকার সহ অন্যান্য সাংবাদিকগণ ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments