এম এ মুছা: সিরাজগঞ্জের এনায়েতপুরের গোপরেখী গ্রামে নারানগঞ্জ ফেরত রজব আলী (৬২) নামের ১ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) রাতে বেলকুচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১২ মার্চ নয় জনের নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে প্রেরণ করা হয়েছিল, ৬ জনের ইতিপূর্বে নেগেটিভ সনাক্ত হয় এবং বাকি তিন জনের মধ্যে ১ জনের করোনা সনাক্ত হয়েছে ২ জনের রিপোর্ট এখনো আসেনি। সূত্রে জানা যায়, রজব আলী কিছুদিন পূর্বে নারানগঞ্জ থেকে তার নিজ বাড়ী এনায়েতপুরে অবস্থান নেয়, সে ঐ গ্রামের মৃত আবু তাহেরের ছেলে। সে নারায়নগঞ্জ থেকে বাড়ীতে এলে তাকে এলাকাবাসি তারিয়ে দেয়। সে পরবর্তীতে পার্শ্ববর্তী গোপরেখী গ্রামে তার ভায়রা সাদ্দাম হোসেনের বাড়ীতে অবস্থান নেয়। বেলকুচি হসপিটাল থেকে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষারর জন্য পাঠানো হয়েছিল। বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রহমত উল্লাহ জানান, সনাক্ত হওয়ার বিষয়টি জানতে পেরে ঐ বাড়ী লকডাউন করা হয়েছে। আপাতত তাকে বাড়ীতে রেখে চিকিৎসা করানো হবে।