শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাবেনাপোলে প্রথম করোনা যুদ্ধে জয়ী ইমিগ্রেশন স্বাস্থ্য কর্মী শিমুল

বেনাপোলে প্রথম করোনা যুদ্ধে জয়ী ইমিগ্রেশন স্বাস্থ্য কর্মী শিমুল

শহিদুল ইসলাম: করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে নিয়ম মেনে মনোবল নিয়ে যুদ্ধ করে জয়ী হয়েছেন বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্য কর্মী হাসানুজ্জামান শিমুল।

বুধবার (১৩ মে) ১৪ দিন নিজ বাড়িতে আইসোলেশনে থাকার পর দুই বার নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইউসুফ আলী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে করোনা মুক্ত ঘোষণা করেন।

এর আগে (২৫ এপ্রিল) বেনাপোল ইমিগ্রেশন দায়িত্বরত অবস্থায় তিনি অসুস্থ্য বোধ করলে নমুনা পরীক্ষায় ফলাফল করোনা পজেটিভ হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইউসুফ আলী শিমুলের সুস্থ্যতার বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৪ই মে শিমুল তার নিজ কর্মস্থলে যোগদান করবেন।

নিজ অনুভূতির কথা জানিয়ে শিমুল বলেন, তিনি করোনা যুদ্ধে সুস্থ্য হয়ে আবারও মানুষের সেবাই কাজ করতে পারবেন জেনে আনন্দিত। যারা তাকে বিভিন্ন ভাবে মনোবল যুগিয়েছেন সেই চিকিৎসক আর শুভাকাঙ্খীদের কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেন শিমুল।

এদিকে, করোনা প্রতিরোধে ইমিগ্রেশনে ভারত ফেরত যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষায় নিয়োজিত আরো ৫ স্বাস্থ্য কর্মীসহ শার্শা উপজেলায় ৮ জন করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন। তবে, তারা এখন পর্যন্ত সুস্থ্য অবস্থায় আছেন বলে জানা গেছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments