শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলারংপুরে নকল ধানবীজ, টেষ্টি স্যালাইন, অস্বাস্থ্যকর স্থানে সেমাই তৈরি: ভ্রাম্যমান আদালতের জরিমানা

রংপুরে নকল ধানবীজ, টেষ্টি স্যালাইন, অস্বাস্থ্যকর স্থানে সেমাই তৈরি: ভ্রাম্যমান আদালতের জরিমানা

জয়নাল আবেদীন: শুক্রবার সন্ধ্যায় ইফতারের আগ-মুহুর্তে গোপন সংবাদের ভিত্তিতে আরপিএমপি, রংপুর তাজহাট থানাধীন ধর্মদাশপুর বারো আউলিয়াস্থ কাওছার রহমানের চাতালে ভাড়া দেওয়া গোডাউন তল্লাশি করে ।তল্লাশিকালে ওই গোডাউনে ভারত সীডস, শীষ মার্কা মহারাষ্ট্র ধানের বীজ, উত্তর দিনাজপুর ভারত বীজ ভান্ডার সহ বিভিন্ন নাম করনে আমন ধানের বীজ সংরক্ষন এবং প্লাষ্টিকের উন্নত মানের স্বর্ণা ধানের নকল বীজ উৎপাদন এবং উক্ত ধানের বীজ নিজ নামে বা অন্য কোন নামে উৎপাদনের কৃষি মন্ত্রনালয় বা সরকারী কোন বৈধ কাগজ পত্র দেখাইতে না পারায় এ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরিন জাহান উপস্থিতে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।উক্ত ভ্রাম্যমান আদালতে বিপুল পরিমান (প্রায় ১৬০০ কেজি) নকল ধানের বীজ উৎপাদন করার অপরাধে রংপুর নগরির জামতলা মসজিদ কেরানি পাড়ার মোঃ বাহার উদ্দিন এবং প্রোঃ বিসমিল্লাহ সিডস সিটি বাজার রংপুরকেও আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদে নকল বীজ উৎপাদন এর অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমান আদালত মোঃ বাহার উদ্দিন ২০১৮ সালের বীজ আইন ২৪(১) লংঘন করায় অত্র আইনের ২৪(২) ধারা মোতাবেক আসামীকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের হাজতবাসের আদেশ দেন। উক্ত আসামী নগদ বিশহাজার টাকা জরিমানা প্রদান করেন।রংপুর মহানগরী এলাকার সকল ধরনের অপরাধ মোকাবেলায় রংপুর মেট্রোপলিটন, রংপুর এর গোয়েন্দা শাখা (ডিবি) টিমের অভিযান অব্যহত থাকবে। এদিকে রংপুর মহানগরীর সাতমাথায় অস্বাস্থ্যকর পরিবেশের একটি সেমাই কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমান পচা, বাসি ও দুর্গন্ধ যুক্ত সেমাই ও মিস্টান্ন উদ্ধার করেছে। পরে ভ্রাম্যমান আদালত কারখানার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৭ দিনের কারাদন্ড প্রদান করা হয়। নির্বাহি ম্যাজিষ্ট্রেট আবু সাইদ এ আদেশ দেন। এছাড়ও মাহিগঞ্জ থানার কলাবাড়ি নামক স্থানে অনুমোদন বিহীনভাবে নকল টেস্টি স্যালাইন তৈরি করার অপরাধে ভ্রাম্যমান আদালত উক্ত অপরাধের দায়ে কোম্পানির স্বত্বাধিকারী মোঃ ইসহাক হোসেন কে ৩০ হাজার টাকা জরিমানা করেন। পরে উদ্ধারকৃত নকল টেস্টি স্যালাইন ধ্বংসের জন্য জব্দ করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments