বৃহস্পতিবার, মে ২, ২০২৪
Homeসারাবাংলাসিরাজগঞ্জে আড়াই হাজার মানুষের মাঝে ঈদ বস্ত্র ও নগদ অর্থ বিতরণ

সিরাজগঞ্জে আড়াই হাজার মানুষের মাঝে ঈদ বস্ত্র ও নগদ অর্থ বিতরণ

মারুফা মির্জা: সিরাজগঞ্জের সয়দাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নবিদুল ইসলামের উদ্যোগে আড়াই হাজার পরিবারের মাঝে ঈদবস্ত্র শাড়ী-লুঙ্গী এবং নগদ ৭ লাখ টাকা বিতরন করা হয়েছে। গতকাল হতে দুই দিন ব্যাপী এই বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন সিরাজগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক অধ্যাপক ডাঃ হাবীবে মিল্লাত মুন্না। সয়দবাদ উচ্চ বিদ্যালয় মাঠ ও হাট সারুটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে তা বিতরন করা হয়। এসময় আওয়ামীলীগ নেতা সুধাংশু মোহন চাকী, রাশিদুল ইসলাম রাশেদ সহ দলের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। তখন এমপি হাবীবে মিল্লাত মুন্না সহায়তা নিতে আসাদের উদ্দেশ্যে বলেন, করোনা মহামারীতে আমাদের অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষকে পরম মমতায় আগলে রেখেছেন। চিকিৎসা, খাদ্য, অর্থ দিয়ে মানবতার মায়ের ভুমিকায় অবতীর্ন হয়েছেন। সরকারের পাশাপাশি তার নির্দেশে গ্রাম পর্যায়ের আওয়ামীলীগ নেতা-কর্মীরাও যার-যা কিছু আছে তা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন। তবে এই মহামারী কারো একার পক্ষে মোকাবেলা করা সম্ভব নয়, পুরো জাতিকেই সরকারের দেয়া নির্দেশনা মানতে হবে। সবাইকে সচেতন হতে হবে। নিজে বাঁচতে হবে। অপরকে বাঁচাতে সাহায্য করতে হবে। বিনা কারনে ঘরের বাইরে বের হওয়া যাবেনা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments