বুধবার, মে ৮, ২০২৪
Homeসারাবাংলাযুগান্তরের প্রতিষ্ঠাতার মৃত্যুতে রায়পুর প্রেসক্লাব ও স্বজন সমাবেশের শোক

যুগান্তরের প্রতিষ্ঠাতার মৃত্যুতে রায়পুর প্রেসক্লাব ও স্বজন সমাবেশের শোক

তাবারক হোসেন আজাদ: দেশের অন্যতম বৃহৎ শিল্পগ্রুপ যমুনা গ্রুপের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের মৃত্যুতে লক্ষ্মীপুরের রায়পুর প্রেসক্লাব ও স্বজন সমাবেশের পক্ষ থেকে শোকসভা করা হয়েছে। সোমবার বিকালে আসরের নামাজের পর শহরের সাবরেজিষ্টার মসজিদ ও প্রেসক্লাবে দোয়া করে শোক জানানো হয়েছে। দোয়া ও শোক সভা পরিচালনা করেন যুগান্তর প্রতিনিধি ও স্বজন সমাবেশের উপদেষ্টা তাবারক হোসেন আজাদ।

বিশিষ্ট মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ, মেয়র ইসমাইল খোকন, যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্টা এডভোকেট মিজানুর রহমান মুন্সি,-উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট মারুফ বিন জাকারিয়া, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জাকির হোসেন, ওসি আব্দুল জলিল, প্রেসক্লাব সভাপতি মাহবুবুল আলম মিন্টু, -সাধারন সম্পাদক আনোয়ার হোসেন ঢালী, উপকূল প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক জহির হোসেন, বিএনপির সভপতি এডভোকেট মনির হোসেন, সম্পাদক নাজমুল আলম মিঠু-সিনিয়র সাংবাদিক কামাল উদ্দীন, এম আর সুমন, সুকান্ত মজুমদার,-বাংলাদেশ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য ও স্বজন সমাবেশের উপদেষ্টা মাহবুবুর রহমান লিটন, শিক্ষক সমিতির সভাপতি বিল্লাল হোসেন, সম্পাদক আলমগীর হোসেন ও মানবাধিকার কর্মী এমএ রহিমসহ সকল সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দু।

উল্লেখ্য- মরহুম নুরুল ইসলাম (৭৪) সোমবার বিকালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে (সাবেক অ্যাপোলো) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে দেশের শিল্প খাতে শোকের ছায়া নেমে এসেছে। গত ১৪ জুন নুরুল ইসলামের করোনা পজিটিভ ধরা পড়ে। ওই দিনই তাকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। করোনায় তার কিডনি ক্ষতিগ্রস্ত হয়। বিশিষ্ট এই শিল্পোদ্যোক্তার চিকিৎসায় এভার কেয়ারের ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহবুদের নেতৃত্ব ১০ সদস্যবিশিষ্ট মেডিকেল বোর্ড গঠন করা হয়। এর বাইরে চীনের ৪ বিশেষজ্ঞ চিকিৎসক এবং সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের দুই বিশেষজ্ঞ চিকিৎসক টেলিকনফারেন্সের মাধ্যমে পরামর্শ দিয়েছেন। মরহুমের স্ত্রী সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী বর্তমান জাতীয় সংসদের এমপি সালমা ইসলাম। ছেলে শামীম ইসলাম যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, তার তিন মেয়ে- রোজালিন ইসলাম, মনিকা ইসলাম এবং সোনিয়া ইসলাম যমুনা গ্রুপের পরিচালক। যমুনা গ্রুপ বাংলাদেশের বৃহৎ শিল্পগ্রুপ। ১৯৭৪ সালে নুরুল ইসলাম যমুনা গ্রুপ প্রতিষ্ঠা করেন। মেধা, দক্ষতা, পরিশ্রম ও সাহসিকতার মাধ্যমে একে একে শিল্প এবং সেবা খাতে গড়ে তোলেন ৩৮টি প্রতিষ্ঠান।
দেশের অর্থনৈতিক উন্নয়ন ও মানুষের কর্মসংস্থান তৈরিতে নুরুল ইসলাম একজন আধুনিক চিন্তার সাহসী উদ্যোক্তা। বর্তমানে ৫০ হাজারের বেশি মানুষ কাজ করছেন যমুনা গ্রুপে। এশিয়ার সবচেয়ে বড় শপিংমল যমুনা ফিউচার পার্ক, যমুনা নির্মাণাধীন মেরিয়টস হোটেলসহ শিল্প ও সেবা খাতে শীর্ষ স্থান ধরে রেখেছে গ্রুপটি।।ইলেকট্রনিকস, বস্ত্র, ওভেন গার্মেন্টস, রাসায়নিক, চামড়া, মোটরসাইকেল, বেভারেজ টয়লেট্রিজ, নির্মাণ এবং আবাসন খাতে ব্যবসায় শীর্ষস্থানে রয়েছে এই গ্রুপ। এ ছাড়া দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের প্রতিষ্ঠাতাও তিনি। সর্বশেষ করোনার চিকিৎসায় কুড়িলে ৩০০ ফিটের কাছে আন্তর্জাতিক মানের হাসপাতাল করার উদ্যোগ নিয়েছিলেন নুরুল ইসলাম। ইতিমধ্যে এর প্রাথমিক আলোচনাও শেষ করেছিলেন তিনি। করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১০ কোটি টাকার অনুদানও দিয়েছিলেন তিনি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments