বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলারংপুরে সরকারি চাকরি দেওয়ার নামে ২৫ লাখ টাকার প্রতারণা, অবশেষে প্রতারক গ্রেফতার

রংপুরে সরকারি চাকরি দেওয়ার নামে ২৫ লাখ টাকার প্রতারণা, অবশেষে প্রতারক গ্রেফতার

জয়নাল আবেদীন: সরকারি চাকরি দেওয়ার নাম করে ৪জন ব্যাক্তির কাছ থেকে প্রায় ২৫লাখ টাকা নিয়ে আত্মগোপনে থাকা মোঃ শামসুল হক সরকার নামের এক প্রতারককে অবশেষে রংপুর মেট্রোপলিটনপুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়েছে । রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিঃ উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক বুধবার সাংবাদিকেদের জানান গাইবান্ধা জেলার বাসিন্দা সামসুল হক সরকার ১৯৭৮ সালের ৭ জানুয়ারি বাংলাদেশ সেনাবাহিনীর সিপাহি পদে যোগদান করে এবং ১৯৮৬ সালের ১৪ জানুয়ারীতে চাকুরী হইতে অব্যাহতি নেন। এরপর তিনি ২০০৪ সালে রংপুর কোতয়ালী থানার পার্বতীপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছেন।উক্ত এলাকায় বসবাস করা কালে তিনি বিভিন্ন দপ্তরে চাকুরি দেবার নামে মোঃ ফেরদৌস, সাং পার্বতীপুর এর শ্যালক কে বাংলাদেশ রেলওয়ে বুকিং সহকারী পদে চাকুরি দেবার নামে ৭লাখ আবুল কালাম আজাদ গঙ্গাচরা রংপুর কে রেল ওয়ে বুকিং সহকারী পদে চাকুরি দেবার নামে নগদ ৮লাখ জিএস সিরাজি মোঃ মিজান, ঠাকুরগাঁও, কে কানাডা পাঠানোর নামে নগদ, ৩লাখ ৩০হাজার টাকা এবং মোঃ মিশার আলীকে পুলিশ কনস্টেবল পদে চাকুরি দেবার নামে ৬লাখ টাকা প্রতারনা করে গ্রহণ করে । এরপর কৌশলেপরবর্তীতে ২০১৭ সালে ঐ এলাকা থেকে অন্যত্র চলে যান তিনি।এদিকে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ নির্দেশনায় গোয়েন্দা শাখা’র উপ-পুলিশ কমিশনার মো: আবু মারুফ হোসেন এর তত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আলতাফ হোসেন, ইন্সপেক্টর রাজেশ কুমার, ইন্সপেক্টর মোঃ ফিরোজ হোসেন এবং সঙ্গীয় অফিসার-ফোর্সসহ রংপুর মহানগরীর কোতয়ালী থানাধীন পার্বতীপুর গ্রামের মোঃ ফেরদৌস মিয়ার বসত বাড়ী হতে প্রতারক মোঃ শামছুল হক সরকারকে গ্রেফতার করে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments