শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় প্রকৃতিপ্রেমীরা আসেন জিরো পয়েণ্টে

উল্লাপাড়ায় প্রকৃতিপ্রেমীরা আসেন জিরো পয়েণ্টে

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এই বর্ষায় জিরো পয়েণ্ট প্রকৃতিপ্রেমীদের কাছে এখন পছন্দের জায়গা হয়ে উঠছে। প্রতিদিনই নানা বয়সীদের ভিড় জমছে।মাস খানেক সময়ে নতুন গড়ে উঠা এ জায়গায় এমন ভীড় জমছে। উল্লাপাড়ার চর সাতবারিয়া এিমোহনীর নতুন নামকরণ হয়েছে জিরো পয়েণ্ট ।উপজেলা সদর থেকে এর দূরত্ব প্রায় ২ কিলোমিটার। পৌর এলাকার এনায়েতপুর হেলিপ্যাডের কাছে ফুলঝোড় নদীর ওপারে জিরো পয়েণ্টের অবস্থান । উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের চর সাতবারিয়া জিরো পয়েণ্টের এক পাশ দিয়ে উজান থেকে বয়ে এসেছে করতোয়া নদী।আরেক পাশ দিয়ে করতোয়ার শাখা ফুলঝোড় নদী বয়ে গেছে।গত ক্#৩৯;মাস আগে শুকনো মওসুমে পানি উন্নয়ন বোর্ড ( পাউবো) থেকে ফুলঝোড় নদী পুনঃখনন করা হয়েছে।নদীর দ্#ু৩৯;পাড়ে মাটি ফেলা হয়েছে।উচু হয়েছে নদী পাড়।এতে চর সাতবারিয়ার এিমোহনীর আগের চেহারা বদলে গেছে।গেছে।এখন হয়ে উঠেছে বেশ আকর্ষণীয় জায়গা। ভরা বর্ষা মওসুম চলছে।করতোয়া ও ফুলঝোড় নদীসহ চর এলাকা জুড়ে এখন বন্যার পানি।সব মিলিয়ে জিরো পয়েণ্ট প্রকৃতিপ্রেমীদের কাছে দিন যেতেই আরাে পছন্দের জায়গা হয়ে উঠছে । দিনের দুপুরের পর থেকে নানা বয়সী নারী ও পুরুষের ভীড় জমে । অনেকেই পরিবারের সবাইকে নিয়ে এখানে বেড়াতে আসেন। সন্ধ্যার পর পরই জিরো পয়েণ্ট একেবারে মানব শুন্য হয়। চর সাতবারিয়া গ্রামের ৯ যুবক নিজেদের মিলিত চিন্তা থেকেই জিরো পয়েণ্টে ছনের ছাউনিতে একটি ফাস্ট ফুডের দোকান দিয়েছেন।খোলা প্রান্তরে বসার ব্যাবস্থায় চেয়ার পেতে রাখা হয়েছে।এখানে আসা প্রায় সবাই শহরের বসতি বলে জানা যায় ।এদের একজন আঃ হালিম জানান, এখানে আগতদেরকে করোনা নিয়ে সচেতনতায় মাস্ক ব্যাবহার ও স্বাস্থ্য বিধি মেনে চলতে তারা পরামর্শ দিয়ে থাকেন।আর কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এর জন্য তারা সবাই বেশ সজাগ থাকেন বলে জানান।বিভিন্ন বয়সের একাধিক ব্যাক্তির সাথে আলাপকালে জানান বিকেলে একটু অবসর কাটাতে এখানে আসেন। এদের একজনের কথায় তিনি প্রায়ই আসেন। এক থেকে দেড় ঘন্টা থাকেন।এ সময়ে পাঁচ টাকায় এক কাপ লাল চা খেয়ে নাকি আলাদা মজা পান। তিনি এখানে আসা যাওয়ায় ডিঙ্গি নৌকা ভাড়া দেন দশ টাকা বলে জানান।এ পয়েণ্টে আসা যাওয়ায় নদী পারাপারে ডিঙ্গি নৌকায় এবং নদীতে বাঁশের সাকো ও ব্রীজ রয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments