শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলারাজধানীতে গৃহকর্মীকে নির্যাতনে গৃহকর্ত্রী গ্রেফতার

রাজধানীতে গৃহকর্মীকে নির্যাতনে গৃহকর্ত্রী গ্রেফতার

বাংলাদেশ প্রতিবেদক: রাজধানীর মোহাম্মাদপুরে ১০ বছরের এক গৃহকর্মীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে। এরই মধ্যে মোহাম্মাদপুর থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। একমাত্র আসামি গৃহকর্ত্রী মাসুমা বিনতে মইনকে গ্রেফতার করেছে পুলিশ।

বয়স দশও পেরোয়নি। অথচ কোথায় নেই আঘাত। ক্লান্তির ঘুমে উঠতে দেরি, কিংবা কাজে সামান্য ভুল। নিয়ম করে এ শিশুর ওপর চলতো মধ্যযুগীয় বর্বরতা। গায়ে ঢেলে দেওয়া হতো গরম পানি, খুন্তির ছ্যাকা। কেউ যাতে জানতে না পারে, সেজন্য আটকে রাখা হত নির্জন কক্ষে। ছিলো না ছুটি কিংবা ফোনে কথা বলার অনুমতি

এসব সইতে না পেরে সম্প্রতি মোহাম্মদপুর শেরশাশুড়ি রোডে মাসুমা বিনতে মইনের বাসা থেকে পালিয়ে যায় শিশুটি। সেখান থেকে মায়ের ভাড়ার বাসা জেনেভাক্যাম্প আধা কিলোমিটারের দূরত্ব হলেও, না চেনায় লোকজনের সহায়তায় পৌঁছায় ময়মনসিংহে। পরে ঢাকায় এসে, শিশুটির পরিবার মামলা করে স্থানীয় থানায়।

স্থানীয়রা বলেন, ‘যদি তার দোষ থাকতো তাহলে তাকে বিদায় করে দিত, এভাবে মারা ঠিক হয়নি। এভাবে কেউ মানুষকে মারে? অনেক অপরাধ করছেন উনি। উনার অনেক শাস্তি হওয়া উচিত।’

এরই মধ্যে অভিযুক্ত গৃহকর্ত্রীকে গ্রেপ্তার কোরে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সব স্বীকার করায় রিমান্ড চাওয়া হয়নি। দ্রুত নারী ও শিশু নির্যাতন আইনের এ মামলার চার্জশিট দেয়া হবে।

ডিএমপি তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, ‘যেহেতু সে স্বীকার করেছে তাই আমরা তাকে জেলে পাঠিয়েছি। আমরা দ্রুত চার্জশীট দেওয়ার চেষ্টা করবো। যারা গৃহকর্তী তারা তো ক্ষমতাধর, তারা বাসার মালিক। আর যে লোকটাকে মারধর করা হয় সে তো গরিব মানুষ। সে কিন্তু তার বিচারটা পায় না। তাই আমরা আমাদের নিজস্ব নারী নির্যাতন সেল আছে, ভিক্টিম সাপোর্ট সেন্টার আছে। আর কারণে নারী নির্যাতন, শিশু নির্যাতন এবং কাজের বুয়াদের যে নির্যাতন সেটা অনেকাংশে কমে যাবে।’

নির্মম নির্যাতনের শিকার শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments