শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাস্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশ পথে গর্ত, দেখার নেই কেউ

স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশ পথে গর্ত, দেখার নেই কেউ

ফিরোজ সুলতান: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশ পথে গত বছরে সড়কে ঢালাই উঠে একটি বড় গর্তের সৃষ্টি হয়েছে। এ গর্তের কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে প্রায় ১৩ মাস ধরে একটি গর্ত সৃষ্টি হয়েছে। আর এই গর্তে বিপদ সঙ্কেত হিসাবে একটি বাশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা জনান, স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশ পথের রাস্তার এই অংশে গত বছর বৃষ্টির সময় গর্ত সৃষ্টি হয়েছিল। পরে বেশকয়েকটা দুর্ঘটনা হওয়ার পর কর্তৃপক্ষ বিপদ সঙ্কেত হিসেবে একটি বাশের খুটি দেয়। পাশেই উপজেলা অফিস, পৌর ভবন,সড়ক ও জনপদ অফিস তবুও এই গর্তটি মেরামর করছেন না।

হাসপাতালের আরএমও আব্দুল জব্বার জানান, আমি বিষয়টি উপজেলার মাসিক মিটিংএ নির্বাহী অফিসারকে জানালে তিনি পৌরসভার মেয়য়কে জানাতে বলেন। মেয়রকে জানালে তিনি বলেন এখন কোন বরাদ্দ নেই। বরাদ্দ আসলে মেরামত করা হবে।

এব্যাপারের পীরগঞ্জ পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী নুর মো: শাহজাহান শাহ্ বলেন, আমি সরেজমিনে গিয়ে বিষয়টি দেখবো।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments